Deprecated: Optional parameter $avatar declared before required parameter $id_or_email is implicitly treated as a required parameter in /home/banglakhaborbd/public_html/wp-content/themes/Newspaper pro/lib/metabox/user-function.php on line 55
রোনালদোর সামনে কথাই বলতে পারিনি: রিচার্লিসন - বাংলা খবর
ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোনালদোর সামনে কথাই বলতে পারিনি: রিচার্লিসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

৯ নম্বর জার্সিতে ফুটবল বিশ্বে আলাদা ছাপ ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ২০০২ বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখেছিল তাঁর পায়ের জাদু। ব্রাজিলকে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। সেই রোনালদো বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাঁর চুলের স্টাইল দিয়েও।

তার চুলের অভিনব কায়দা দেখে গোটা বিশ্বের অনেক ভক্ত নিজের চুলের ছাঁট-ই বদলে ফেলেছিলেন।

সেই রোনালদোকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি সেলেসাওদের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর রোনালদোর সঙ্গে দেখা করেন ২৫ বছরের এই ফুটবলার। যাকে আদর্শ মানেন তাকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এমনকি সেভাবে কথাও বলতে পারেননি এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে তিন গোল করা রিচার্লিসন।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে রিচার্লিসন বলেন, উনাকে দেখে আমি আবেগপ্লুত হয়ে যাই। তিনি আমার আদর্শ, ঠিক নেইমারের মতোই। তাঁর সামনে গিয়ে আমি তেমন কথাই বলতে পারিনি। কারণ ছোট বেলা থেকেই উনি আমার অনুপ্রেরণা।

কাতার বিশ্বকাপে ব্রাজিল যদি ফাইনালে খেলে তবে রিচার্লিসনকে তাঁর সেই চুলের স্টাইল করতে বলেন রোনালদো, আর মাত্র তিন ম্যাচ বাকি। তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। ব্রাজিল যদি ফাইনালে যায় তবে তুমি ২০০২ সালে করা আমার চুলের স্টাইল করবে।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর সামনে কথাই বলতে পারিনি: রিচার্লিসন

আপডেট সময় : ০১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

৯ নম্বর জার্সিতে ফুটবল বিশ্বে আলাদা ছাপ ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ২০০২ বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখেছিল তাঁর পায়ের জাদু। ব্রাজিলকে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। সেই রোনালদো বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাঁর চুলের স্টাইল দিয়েও।

তার চুলের অভিনব কায়দা দেখে গোটা বিশ্বের অনেক ভক্ত নিজের চুলের ছাঁট-ই বদলে ফেলেছিলেন।

সেই রোনালদোকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি সেলেসাওদের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর রোনালদোর সঙ্গে দেখা করেন ২৫ বছরের এই ফুটবলার। যাকে আদর্শ মানেন তাকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এমনকি সেভাবে কথাও বলতে পারেননি এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে তিন গোল করা রিচার্লিসন।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে রিচার্লিসন বলেন, উনাকে দেখে আমি আবেগপ্লুত হয়ে যাই। তিনি আমার আদর্শ, ঠিক নেইমারের মতোই। তাঁর সামনে গিয়ে আমি তেমন কথাই বলতে পারিনি। কারণ ছোট বেলা থেকেই উনি আমার অনুপ্রেরণা।

কাতার বিশ্বকাপে ব্রাজিল যদি ফাইনালে খেলে তবে রিচার্লিসনকে তাঁর সেই চুলের স্টাইল করতে বলেন রোনালদো, আর মাত্র তিন ম্যাচ বাকি। তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। ব্রাজিল যদি ফাইনালে যায় তবে তুমি ২০০২ সালে করা আমার চুলের স্টাইল করবে।