ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাবির আহত শিক্ষার্থীদের পাশে রামেক হাসপাতালে ডাবলু সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মুঠোফোনে খবর পেয়ে শনিবার রাতেই তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান এবং তাদের সকলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
ডাবলু সরকার হাসপাতালে শনিবার রাত ৯ থেকে রাত ১ টা পর্যন্ত উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুতর আহত শিক্ষার্থীদের রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রতিটি ওয়ার্ডে নিজে যেয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ  আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস সহ নেতৃবৃন্দ।
উল্লেখ, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক  শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন; তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন।
শনিবার সন্ধ্যা থেকে চার ঘণ্টার অধিক চলা সংঘর্ষের সময় ইট-পাটকেল, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে আহতরা ভোর রাত পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাস ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

রাবির আহত শিক্ষার্থীদের পাশে রামেক হাসপাতালে ডাবলু সরকার

আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মুঠোফোনে খবর পেয়ে শনিবার রাতেই তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান এবং তাদের সকলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
ডাবলু সরকার হাসপাতালে শনিবার রাত ৯ থেকে রাত ১ টা পর্যন্ত উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুতর আহত শিক্ষার্থীদের রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রতিটি ওয়ার্ডে নিজে যেয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ  আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস সহ নেতৃবৃন্দ।
উল্লেখ, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক  শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন; তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন।
শনিবার সন্ধ্যা থেকে চার ঘণ্টার অধিক চলা সংঘর্ষের সময় ইট-পাটকেল, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে আহতরা ভোর রাত পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাস ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বা/খ: জই