ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজশাহী প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজশাহী-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন ৭ই মার্চ উপলক্ষে উপস্থিত নেতা-কর্মীদের বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। সেই ভাষণ বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং জাতীয়তাবোধ জাগরণের এক অমূল্য মহাকাব্য।
তাঁরা আরও বলেন, জাতিসংঘের ঘোষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রামাণ্য দলিল।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এদেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে এবং বাঙালির দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার বীজমন্ত্র হিসেবে কাজ করে।জাতির পিতার ভাষণের মহামন্ত্রে উদ্দীপ্ত ও উজ্জ্বীবিত হয়ে বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশলক্ষ বীর শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বিণিময়ে বাংলাদেশকে স্বাধীন করে।অতঃপর, বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকাখচিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লেখায়।সবশেষে তাঁরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে সাক্ষাৎকার দান করেন।
উক্ত কর্মসূচিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর নেতৃবৃন্দ সহ রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, সকল সাংগঠনিক উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকমন্ডলী ও নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে মহানগরীর রানীবাজার রাজশাহী জেলা আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও দিনব্যাপী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের আহবানে জেলাধীন সকল সাংগঠনিক উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের উক্তরূপ কর্মসূচি পালন করা হয়।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
রাজশাহী প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজশাহী-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন ৭ই মার্চ উপলক্ষে উপস্থিত নেতা-কর্মীদের বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। সেই ভাষণ বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং জাতীয়তাবোধ জাগরণের এক অমূল্য মহাকাব্য।
তাঁরা আরও বলেন, জাতিসংঘের ঘোষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রামাণ্য দলিল।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এদেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে এবং বাঙালির দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার বীজমন্ত্র হিসেবে কাজ করে।জাতির পিতার ভাষণের মহামন্ত্রে উদ্দীপ্ত ও উজ্জ্বীবিত হয়ে বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশলক্ষ বীর শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বিণিময়ে বাংলাদেশকে স্বাধীন করে।অতঃপর, বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকাখচিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লেখায়।সবশেষে তাঁরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে সাক্ষাৎকার দান করেন।
উক্ত কর্মসূচিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর নেতৃবৃন্দ সহ রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, সকল সাংগঠনিক উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকমন্ডলী ও নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে মহানগরীর রানীবাজার রাজশাহী জেলা আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও দিনব্যাপী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের আহবানে জেলাধীন সকল সাংগঠনিক উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের উক্তরূপ কর্মসূচি পালন করা হয়।
বা/খ: জই