ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজমুকুট পরে সিহাংসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে রাজ মুকুট পরিধান করলেন রাজা তৃতীয় চার্লস। শনিবার (৫ মে) শপথ শেষে তার মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে রাজদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেন।

মুকুট পরার সাথে সাথে এডিনবার্গ, কার্ডিফ এবং বেলফাস্টসহ যুক্তরাজ্য জুড়ে ১৩টি স্থান থেকে বন্দুকের স্যালুট নিক্ষেপ করা হচ্ছে।

পরে প্রিন্স উইলিয়াম রাজার ডান হাতে চুম্বন করে তার পিতা রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেন।

সাত দশকের মধ্যে প্রথমবারের মতো একজন নতুন ব্রিটিশ রাজা আনুষ্ঠানিকভাবে মুকুট পরলেন। তিনি ব্রিটেনের ৪০তম রাজা। সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়।

রাজার মাথায় যে মুকুটটি শোভা পাচ্ছে এটি ১৭ শতকে তৈরি করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ তার জীবদ্দশায় অন্য আরেকটি মুকুট পরতেন। এটি শুধুমাত্র রানির জন্যই তৈরি করা হয়েছিল। তবে ১৯৫৩ সালে রাজ্যাভিষেকে রানিও এই মুকুটটি পরিধান করেছিলেন। মুকুটটি ভারী হওয়ায় শুধুমাত্র অভিষেক অনুষ্ঠানে এটি ব্যবহারের প্রচলন শুরু হয়।

এর আগে, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস। অ্যাবেতে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিলো – “আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি। এরপরই শপথ পড়ানো হয় রাজা তৃতীয় চার্লসকে, শপথটিকে সাজানো হয়েছে প্রশ্ন-উত্তরের মত করে।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর তাকে শপথ বাক্য পাঠ করান ক্যান্টারবেরির আর্চবিশপ। এসময় রাজা পবিত্র গসপেলের (পবিত্র ধর্মগ্রন্থ) ওপর তার হাত রাখেন এবং সেই প্রতিশ্রুতিগুলি ‘সঞ্চালন ও পালন’ করার প্রতিশ্রুতি দেন।

আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায়, এরপর রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়ির করে বাকিংহাম প্যালেসে ফেরত যাবেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেয়ার সময় থাকবে ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ডদল।

নিউজটি শেয়ার করুন

রাজমুকুট পরে সিহাংসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে রাজ মুকুট পরিধান করলেন রাজা তৃতীয় চার্লস। শনিবার (৫ মে) শপথ শেষে তার মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে রাজদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেন।

মুকুট পরার সাথে সাথে এডিনবার্গ, কার্ডিফ এবং বেলফাস্টসহ যুক্তরাজ্য জুড়ে ১৩টি স্থান থেকে বন্দুকের স্যালুট নিক্ষেপ করা হচ্ছে।

পরে প্রিন্স উইলিয়াম রাজার ডান হাতে চুম্বন করে তার পিতা রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেন।

সাত দশকের মধ্যে প্রথমবারের মতো একজন নতুন ব্রিটিশ রাজা আনুষ্ঠানিকভাবে মুকুট পরলেন। তিনি ব্রিটেনের ৪০তম রাজা। সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়।

রাজার মাথায় যে মুকুটটি শোভা পাচ্ছে এটি ১৭ শতকে তৈরি করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ তার জীবদ্দশায় অন্য আরেকটি মুকুট পরতেন। এটি শুধুমাত্র রানির জন্যই তৈরি করা হয়েছিল। তবে ১৯৫৩ সালে রাজ্যাভিষেকে রানিও এই মুকুটটি পরিধান করেছিলেন। মুকুটটি ভারী হওয়ায় শুধুমাত্র অভিষেক অনুষ্ঠানে এটি ব্যবহারের প্রচলন শুরু হয়।

এর আগে, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস। অ্যাবেতে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিলো – “আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি। এরপরই শপথ পড়ানো হয় রাজা তৃতীয় চার্লসকে, শপথটিকে সাজানো হয়েছে প্রশ্ন-উত্তরের মত করে।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর তাকে শপথ বাক্য পাঠ করান ক্যান্টারবেরির আর্চবিশপ। এসময় রাজা পবিত্র গসপেলের (পবিত্র ধর্মগ্রন্থ) ওপর তার হাত রাখেন এবং সেই প্রতিশ্রুতিগুলি ‘সঞ্চালন ও পালন’ করার প্রতিশ্রুতি দেন।

আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায়, এরপর রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়ির করে বাকিংহাম প্যালেসে ফেরত যাবেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেয়ার সময় থাকবে ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ডদল।