ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ (মঙ্গলবার) সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর নামে বৃষ্টি। এর আগে দুপুর নাগাদ আকাশ মেঘলা হয়ে যায়। এরপর দুপুর ২টার দিকে কিছু কিছু এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে সেই বৃষ্টি স্থায়ী হয়নি বেশিক্ষণ। যদিও সন্ধ্যায় দীর্ঘক্ষণ ঝড়-বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে আঘাত হেনেছে কালবৈশাখী। মঙ্গলবার ( ২৩ মে ) বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতি ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতি রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী

আপডেট সময় : ০৯:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ (মঙ্গলবার) সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর নামে বৃষ্টি। এর আগে দুপুর নাগাদ আকাশ মেঘলা হয়ে যায়। এরপর দুপুর ২টার দিকে কিছু কিছু এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে সেই বৃষ্টি স্থায়ী হয়নি বেশিক্ষণ। যদিও সন্ধ্যায় দীর্ঘক্ষণ ঝড়-বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে আঘাত হেনেছে কালবৈশাখী। মঙ্গলবার ( ২৩ মে ) বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতি ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতি রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।