ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাউজানে ইটবাহি চাঁদের গাড়ীর ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ইটবাহি চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় মোঃ আলমগীর (৪০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে)  দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর হযরত এয়াছিনশাহ সড়কের কাঁঠালতল মোতালেব সওদাগরের ফার্ণিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানিয় রিমন সহ প্রত্যক্ষদর্শিরা জানান, ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে বেপরোয়া গতিতে আসছিল জিপটি। সেসময় আলমগীর ফার্ণিচার দোকানের কাজ শেষ করে দুপুরের খাবার খেতে বাড়ীর দিকে রওয়ানা হতেই কয়েক হাতের ব্যবধানে আলমগীরের মোটর সাইকেলকে ধাক্কা দেয় ইটবাহি জিপটি। মুহুর্তের মধ্যে ইটবাহি চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় আলমগীর গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানিয়রা উদ্ধার করে চট্টগ্রাম চমেকে নিয়ে গেলে বিকালে মেডিকেলে মারা যায় আলমগীর।
এক সন্তানের জনক আলমগীর পেশায় ফার্নিচার মিস্ত্রী ছিল। নিহত আলমগীর ডাবুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের হযরত বায়জিদ বোস্তামির আস্তানা সংলগ্ন খলিফার বাড়ীর মৃত নুরুল ইসলামের ৩য় পুত্র। নিহত আলমগীর তরিকত সংগঠন মাইজভান্ডার রহমানিয়া ফকির টিলা দায়রা শাখার সদস্যও ছিলেন।
এদিকে জিপ গাড়িটি ইটসহ হলদিয়া ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে। স্থানিয় যাত্রী সাধারণ এ সড়কে বেপরোয়া জিপ গাড়ি চলাচল বন্ধে স্থানিয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। জিপ চালক মোতালেবের বাড়ী জানিপাথর বলে জানা গেছে।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

রাউজানে ইটবাহি চাঁদের গাড়ীর ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু!

আপডেট সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ইটবাহি চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় মোঃ আলমগীর (৪০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে)  দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর হযরত এয়াছিনশাহ সড়কের কাঁঠালতল মোতালেব সওদাগরের ফার্ণিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানিয় রিমন সহ প্রত্যক্ষদর্শিরা জানান, ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে বেপরোয়া গতিতে আসছিল জিপটি। সেসময় আলমগীর ফার্ণিচার দোকানের কাজ শেষ করে দুপুরের খাবার খেতে বাড়ীর দিকে রওয়ানা হতেই কয়েক হাতের ব্যবধানে আলমগীরের মোটর সাইকেলকে ধাক্কা দেয় ইটবাহি জিপটি। মুহুর্তের মধ্যে ইটবাহি চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় আলমগীর গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানিয়রা উদ্ধার করে চট্টগ্রাম চমেকে নিয়ে গেলে বিকালে মেডিকেলে মারা যায় আলমগীর।
এক সন্তানের জনক আলমগীর পেশায় ফার্নিচার মিস্ত্রী ছিল। নিহত আলমগীর ডাবুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের হযরত বায়জিদ বোস্তামির আস্তানা সংলগ্ন খলিফার বাড়ীর মৃত নুরুল ইসলামের ৩য় পুত্র। নিহত আলমগীর তরিকত সংগঠন মাইজভান্ডার রহমানিয়া ফকির টিলা দায়রা শাখার সদস্যও ছিলেন।
এদিকে জিপ গাড়িটি ইটসহ হলদিয়া ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে। স্থানিয় যাত্রী সাধারণ এ সড়কে বেপরোয়া জিপ গাড়ি চলাচল বন্ধে স্থানিয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। জিপ চালক মোতালেবের বাড়ী জানিপাথর বলে জানা গেছে।
বা/খ: জই