ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

রংপুরকে উড়িয়ে সেরা দুইয়ে থেকে প্লে-অফে কুমিল্লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

মাঠভর্তি দর্শক। বিপিএলের লিগ পর্বের শেষদিনে রোমাঞ্চের ম্যাচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের। জিতলেই হাতছানি সেরা দুইয়ে থেকে প্লে-অফ খেলার। ওই লড়াইয়ে জিতলো কুমিল্লা। কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। রংপুর এলিমেনটর খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি রংপুর।

এদিন টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। উদ্বোধনী জুটিতে লিটন ও রিজওয়ান শুরু করেন ঝড়ো ব্যাটিং। ৩০ বলে তারা গড়েন ৪৩ রানের জুটি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বাউন্সারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ২১ বলে ২৪ রানের ইনিংস। তিনে ব্যাট করতে নেমে ৮ রানেই উইকেট হারান সুনিল নারাইন। চারে ব্যাট করতে নামা ইমরুলকে নিয়ে দলের সংগ্রহ একশ পার করেন লিটন।

কিন্তু ফিফটি সংগ্রহের তিন রান আগেই ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ৩৩ বলের এই ইনিংসে তিনি ৩ চার ও সমান সংখ্যক ছক্কা হাঁকান। কিছুক্ষণ পর আউট হন ইমরুল কায়েসও। ১৯ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। এই দুই ব্যাটার গড়েন ৩৯ বলে ৭২ বলের দুর্দান্ত জুটি।

শেষ ওভারে ২৩ বলে ৩৪ রান করা জাকের বিদায় নিলেও খুশদিল অপরাজিত থাকেন ২০ বলে ৪০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ২ চারে। রংপুরের পক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২ উইকেট নেন আজমতুল্লাহ উমরজাই। এক উইকেট করে পান রাকিবুল হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় রংপুর। তানভীর ইসলামের বলে জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ৫ বলে ৬ রান করা নাঈম শেখ। এরপর ১৩ বলে ১৩ রান করে আরেক উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার বোল্ড হন সুনীল নারিনের বলে।

দুই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। আন্দ্রে রাসেলের স্লোয়ার বাউন্সার বল বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ বলে ১১ রান করা শামীম পাটোয়ারীর ক্যাচ উইকেটের পেছনে দুর্দান্তভাবে নেন মোহাম্মদ রিজওয়ান।

রংপুরের হয়ে বেশ কিছুক্ষণ লড়েন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে এই ব্যাটারও মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হলে রংপুরের আশা শেষ হয়। এছাড়া ১৬ বলে ১৫ রান আসে আজমতউল্লাহ উমরজাইয়ের ব্যাট থেকে। শেষদিকে ১২ বলে ১৬ রান করেন রাকিবুল।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/libl

নিউজটি শেয়ার করুন

রংপুরকে উড়িয়ে সেরা দুইয়ে থেকে প্লে-অফে কুমিল্লা

আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মাঠভর্তি দর্শক। বিপিএলের লিগ পর্বের শেষদিনে রোমাঞ্চের ম্যাচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের। জিতলেই হাতছানি সেরা দুইয়ে থেকে প্লে-অফ খেলার। ওই লড়াইয়ে জিতলো কুমিল্লা। কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। রংপুর এলিমেনটর খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি রংপুর।

এদিন টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। উদ্বোধনী জুটিতে লিটন ও রিজওয়ান শুরু করেন ঝড়ো ব্যাটিং। ৩০ বলে তারা গড়েন ৪৩ রানের জুটি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বাউন্সারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ২১ বলে ২৪ রানের ইনিংস। তিনে ব্যাট করতে নেমে ৮ রানেই উইকেট হারান সুনিল নারাইন। চারে ব্যাট করতে নামা ইমরুলকে নিয়ে দলের সংগ্রহ একশ পার করেন লিটন।

কিন্তু ফিফটি সংগ্রহের তিন রান আগেই ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ৩৩ বলের এই ইনিংসে তিনি ৩ চার ও সমান সংখ্যক ছক্কা হাঁকান। কিছুক্ষণ পর আউট হন ইমরুল কায়েসও। ১৯ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। এই দুই ব্যাটার গড়েন ৩৯ বলে ৭২ বলের দুর্দান্ত জুটি।

শেষ ওভারে ২৩ বলে ৩৪ রান করা জাকের বিদায় নিলেও খুশদিল অপরাজিত থাকেন ২০ বলে ৪০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ২ চারে। রংপুরের পক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২ উইকেট নেন আজমতুল্লাহ উমরজাই। এক উইকেট করে পান রাকিবুল হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় রংপুর। তানভীর ইসলামের বলে জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ৫ বলে ৬ রান করা নাঈম শেখ। এরপর ১৩ বলে ১৩ রান করে আরেক উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার বোল্ড হন সুনীল নারিনের বলে।

দুই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। আন্দ্রে রাসেলের স্লোয়ার বাউন্সার বল বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ বলে ১১ রান করা শামীম পাটোয়ারীর ক্যাচ উইকেটের পেছনে দুর্দান্তভাবে নেন মোহাম্মদ রিজওয়ান।

রংপুরের হয়ে বেশ কিছুক্ষণ লড়েন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে এই ব্যাটারও মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হলে রংপুরের আশা শেষ হয়। এছাড়া ১৬ বলে ১৫ রান আসে আজমতউল্লাহ উমরজাইয়ের ব্যাট থেকে। শেষদিকে ১২ বলে ১৬ রান করেন রাকিবুল।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/libl