ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুবকের টানে দেশান্তরী ৮৩ বছরের প্রেমিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

অনেকেই বলে থাকেন, ভালোবাসার কোনো বয়স হয় না। আরও একবার যেন তা প্রমাণ করে দিলেন ব্রোমা নামে ৮৩ বছর বয়সী এক নারী। আর তার প্রেমিক ২৮ বছরের যুবক। মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে পাকিস্তানে ছুটে গিয়েছেন ওই বৃদ্ধা।

সুদূর পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে যান ব্রোমা। উদ্দেশ্য একটাই, প্রেমিক হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করা। হাফিজ অটো মেরামতের কাজ করেন। যদিও হাফিজের পেশা বাধা হয়ে দাঁড়াতে পারেনি ব্রোমার ভালোবাসার সামনে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানকে হাফিজ জানান, ছয় বছর আগে ব্রোমার সঙ্গে পরিচয় হয় তার। এরপর নিয়মিত কথা হলেও, দেখা হয়নি তাদের। বিয়ের সময়ই প্রথম দেখা।

রীতিমতো পাকিস্তানের রীতি মেনেই হাফিজকে বিয়ে করেন ব্রোমা। লাল পোশাকে সাজেন ৮৩ বছরের পাত্রী। হাতে দিয়েছেন মেহেদি, আবার মুসলিম রীতি মেনে পাত্রকে ‘হক মেহের’ অর্থাৎ টাকাও দিয়েছেন। তবে দুজনের বয়সের পার্থক্য অনেক বেশি হওয়ায়, তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

হাফিজের পরিবার জানান, আত্মীয়ের মধ্যেই বিয়ে ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন।

নিউজটি শেয়ার করুন

যুবকের টানে দেশান্তরী ৮৩ বছরের প্রেমিকা

আপডেট সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 

অনেকেই বলে থাকেন, ভালোবাসার কোনো বয়স হয় না। আরও একবার যেন তা প্রমাণ করে দিলেন ব্রোমা নামে ৮৩ বছর বয়সী এক নারী। আর তার প্রেমিক ২৮ বছরের যুবক। মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে পাকিস্তানে ছুটে গিয়েছেন ওই বৃদ্ধা।

সুদূর পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে যান ব্রোমা। উদ্দেশ্য একটাই, প্রেমিক হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করা। হাফিজ অটো মেরামতের কাজ করেন। যদিও হাফিজের পেশা বাধা হয়ে দাঁড়াতে পারেনি ব্রোমার ভালোবাসার সামনে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানকে হাফিজ জানান, ছয় বছর আগে ব্রোমার সঙ্গে পরিচয় হয় তার। এরপর নিয়মিত কথা হলেও, দেখা হয়নি তাদের। বিয়ের সময়ই প্রথম দেখা।

রীতিমতো পাকিস্তানের রীতি মেনেই হাফিজকে বিয়ে করেন ব্রোমা। লাল পোশাকে সাজেন ৮৩ বছরের পাত্রী। হাতে দিয়েছেন মেহেদি, আবার মুসলিম রীতি মেনে পাত্রকে ‘হক মেহের’ অর্থাৎ টাকাও দিয়েছেন। তবে দুজনের বয়সের পার্থক্য অনেক বেশি হওয়ায়, তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

হাফিজের পরিবার জানান, আত্মীয়ের মধ্যেই বিয়ে ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন।