ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে বাংলাদেশ সরকার।

আজ (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ভার্চুয়াল একটি বৈঠকে এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সূত্রে জানা গেছে, টিসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চিনি কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব টিসিবি থেকে গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণলয়ে পাঠানো হয়। সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আন্তর্জাতিকভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ৬ মার্চ উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দুটি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। ১৭ মার্চ দরপত্র খোলা হয়। দরপত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান একসেনচ্যুয়েট টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট: ওএমসি লিমিটেড, ঢাকা) ব্রাজিলের চিনি প্রতি মেট্রিক টনের দাম ৪৯৫.৫০ ডলার এবং অপর সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক স্টার মেট্রিক্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টনের দাম ৪৯৫.৮০ ডলার উল্লেখ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুসারে, তার অধীনস্থ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মোট খরচে একটি আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডার পদ্ধতির মাধ্যমে অ্যাকসেন্টুয়েট টেকনোলজি ইনকরপোরেশন, ইউএসএ থেকে চিনি আমদানি করবে। এতে খরচসহ প্রতি কেজি চিনি ৮২ দশমিক ৮৫ টাকা হারে মোট খরচ হবে ৬৬ কোটি ২৭ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, প্রস্তাবটি অনুমোদনের সময় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কোনো দেশ থেকে কোনো পণ্য আমদানি না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়নি।

এছাড়া মরক্কোর ওসিপি, এস.এ. থেকে ১২৬ দশমিক ৫৭ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে যার প্রতি মেট্রিক টনের মূল্য ৩৯১ দশমিক ৫০ মার্কিন ডলার। এবং মরক্কোর একই কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৫৪১ দশমিক পাঁচ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

আপডেট সময় : ১১:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে বাংলাদেশ সরকার।

আজ (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ভার্চুয়াল একটি বৈঠকে এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সূত্রে জানা গেছে, টিসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চিনি কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব টিসিবি থেকে গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণলয়ে পাঠানো হয়। সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আন্তর্জাতিকভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ৬ মার্চ উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দুটি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। ১৭ মার্চ দরপত্র খোলা হয়। দরপত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান একসেনচ্যুয়েট টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট: ওএমসি লিমিটেড, ঢাকা) ব্রাজিলের চিনি প্রতি মেট্রিক টনের দাম ৪৯৫.৫০ ডলার এবং অপর সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক স্টার মেট্রিক্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টনের দাম ৪৯৫.৮০ ডলার উল্লেখ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুসারে, তার অধীনস্থ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মোট খরচে একটি আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডার পদ্ধতির মাধ্যমে অ্যাকসেন্টুয়েট টেকনোলজি ইনকরপোরেশন, ইউএসএ থেকে চিনি আমদানি করবে। এতে খরচসহ প্রতি কেজি চিনি ৮২ দশমিক ৮৫ টাকা হারে মোট খরচ হবে ৬৬ কোটি ২৭ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, প্রস্তাবটি অনুমোদনের সময় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কোনো দেশ থেকে কোনো পণ্য আমদানি না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়নি।

এছাড়া মরক্কোর ওসিপি, এস.এ. থেকে ১২৬ দশমিক ৫৭ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে যার প্রতি মেট্রিক টনের মূল্য ৩৯১ দশমিক ৫০ মার্কিন ডলার। এবং মরক্কোর একই কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৫৪১ দশমিক পাঁচ মার্কিন ডলার।