ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো টানাপড়েন সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে দূর করা যাবে বলে আইনমন্ত্রী আনিসুল হককে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীর গুলশানে সোমবার দুপুরে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

আইনমন্ত্রী জানান, মার্কিন নতুন ভিসা নীতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

আনিসুল হক ইনডিপেনডেন্টকে বলেন, ‘তিনি বলেছেন, যদি কোনো সমস্যা থাকে সেটা আলাপ আলোচনার মধ্যে শেষ করতে চাই। কারণ আমাদের সম্পর্ক জনগণের সাথে। একদেশের জনগণের সাথে আরেক দেশের জনগনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।’

বৈঠকে ভিসা নীতিতে সবাইকে সমান সুবিধা দেয়ার অনুরোধ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌহার্দের সম্পর্ক রয়েছে। এতে কোনো সংকট দেখা দিলে তা সুরাহা করতে হবে।’

রাষ্ট্রদূতকে মন্ত্রী আশ্বাস দেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন করতে বদ্ধ পরিকর সরকার।

গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানান। এতে বলা হয়, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় এমন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।

পরদিন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তার জন্যই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। বাংলাদেশের জনগণ, সরকার এবং যারা সুষ্ঠু নির্বাচনের সঙ্গে যুক্ত এ ভিসানীতি তাদের জন্যই প্রযোজ্য।

নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলছেন, এতে সরকার বিচলিত নয়।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী

আপডেট সময় : ১১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো টানাপড়েন সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে দূর করা যাবে বলে আইনমন্ত্রী আনিসুল হককে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীর গুলশানে সোমবার দুপুরে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

আইনমন্ত্রী জানান, মার্কিন নতুন ভিসা নীতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

আনিসুল হক ইনডিপেনডেন্টকে বলেন, ‘তিনি বলেছেন, যদি কোনো সমস্যা থাকে সেটা আলাপ আলোচনার মধ্যে শেষ করতে চাই। কারণ আমাদের সম্পর্ক জনগণের সাথে। একদেশের জনগণের সাথে আরেক দেশের জনগনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।’

বৈঠকে ভিসা নীতিতে সবাইকে সমান সুবিধা দেয়ার অনুরোধ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌহার্দের সম্পর্ক রয়েছে। এতে কোনো সংকট দেখা দিলে তা সুরাহা করতে হবে।’

রাষ্ট্রদূতকে মন্ত্রী আশ্বাস দেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন করতে বদ্ধ পরিকর সরকার।

গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানান। এতে বলা হয়, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধা দেয় এমন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।

পরদিন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তার জন্যই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। বাংলাদেশের জনগণ, সরকার এবং যারা সুষ্ঠু নির্বাচনের সঙ্গে যুক্ত এ ভিসানীতি তাদের জন্যই প্রযোজ্য।

নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলছেন, এতে সরকার বিচলিত নয়।