ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যাত্রাবিরতি ঢাকায় নামছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রীয় সফরে আফ্রিকা যাওয়ার পথে ফ্লাইটের জ্বালানি সংগ্রহের জন্য ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করবেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মূলত ফ্লাইটের জ্বালানি নিতে এই বিরতি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানাবেন এবং বিমানবন্দরেই সংক্ষিপ্ত বৈঠক করবেন।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতের পর তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর―আফ্রিকার এই পাঁচ দেশ সফরে যাচ্ছেন কিন গ্যাং। জানুয়ারির ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।

কিন গ্যাং চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে যাত্রাবিরতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পরিচিত হবেন তিনি।

এর আগে, ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা সফরে যাওয়ার সময় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি। ওই সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবিরতি ঢাকায় নামছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রীয় সফরে আফ্রিকা যাওয়ার পথে ফ্লাইটের জ্বালানি সংগ্রহের জন্য ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করবেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মূলত ফ্লাইটের জ্বালানি নিতে এই বিরতি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানাবেন এবং বিমানবন্দরেই সংক্ষিপ্ত বৈঠক করবেন।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতের পর তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর―আফ্রিকার এই পাঁচ দেশ সফরে যাচ্ছেন কিন গ্যাং। জানুয়ারির ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।

কিন গ্যাং চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে যাত্রাবিরতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পরিচিত হবেন তিনি।

এর আগে, ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা সফরে যাওয়ার সময় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি। ওই সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।