ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের ১ বছর বিনাশ্রম কারাদণ্ড

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যমুনায় বিশেষ ফাঁদ (চায়না দুয়ারী জাল) দিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে উপজেলা রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: শাহিন (২৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে ঐ যুবককে অবৈধ চায়না দুয়ারীসহ আটক করা হয়। আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সময় অবৈধ ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৬৮ হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামচুল ইসলাম, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও আদালতের পেশকার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানাগেছে।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের ১ বছর বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

যমুনায় বিশেষ ফাঁদ (চায়না দুয়ারী জাল) দিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে উপজেলা রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: শাহিন (২৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে ঐ যুবককে অবৈধ চায়না দুয়ারীসহ আটক করা হয়। আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সময় অবৈধ ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৬৮ হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামচুল ইসলাম, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও আদালতের পেশকার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানাগেছে।

বাখ//আর