ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মৌলভীবাজারে টিলা কেটে পরিবেশের ক্ষতির দায়ে ৫ জনের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা টিলা কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে পাঁচজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার বেলা ২টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, টিলা মালিক কাওসার আহমদ, শ্রমিক আব্দুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম। তাদের সবার বাড়ি বড়লেখা সদর ইউপির হিনাইনগর গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউপির হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ টিলা কেটে পাশের একটি জায়গা ভরাট করছিলেন। সেখানে টিলাকাটা শ্রমিক হিসেবে আব্দুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম কাজ করছিলেন। টিলাকাটার খবর পেয়ে রোববার বেলা দুইটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালান। এ সময় তিনি তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃতদের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানের সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন রবিবার বিকালে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে টিলা কেটে পরিবেশের ক্ষতির দায়ে ৫ জনের কারাদন্ড

আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা টিলা কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে পাঁচজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার বেলা ২টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, টিলা মালিক কাওসার আহমদ, শ্রমিক আব্দুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম। তাদের সবার বাড়ি বড়লেখা সদর ইউপির হিনাইনগর গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউপির হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ টিলা কেটে পাশের একটি জায়গা ভরাট করছিলেন। সেখানে টিলাকাটা শ্রমিক হিসেবে আব্দুল লতিফ, জয়নুল আহমদ, শাকিল আহমদ ও সাজু ইসলাম কাজ করছিলেন। টিলাকাটার খবর পেয়ে রোববার বেলা দুইটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালান। এ সময় তিনি তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃতদের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানের সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন রবিবার বিকালে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।