ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোপা আমেরিকার ঠিক আগে ঠিকই নিজের চেনা ছন্দে ফিরে এলেন আর্জেন্টাইন এই মহাতারকা। জোড়া গোলের সঙ্গে করেছেন অ্যাসিস্টও। তার এবং মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানেই হারিয়েছে আর্জেন্টিনা।

শনিবার (১৫ জুন) ভোরে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে শুরুতে গোল হজম করেও ৪-১ গোলে জিতেছে মেসির দল। মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচে শুরু থেকেই পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। গুয়াতেমালা আঁচ করেছিল এমন কিছু। শুরু থেকেই তাই তাদের মনোযোগ ছিল রক্ষণের দিকে। চকিত কাউন্টার অ্যাটাকে চমকে দেবে আর্জেন্টিনাকে। এটাই ছিল লক্ষ্য। তাতে ফল চলে আসে ম্যাচের ৪ মিনিটে। গুয়াতেমালার প্রথম চেষ্টা এমিলিয়ানো মার্তিনেজ ফিরিয়ে দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান লিসান্দ্রো মার্তিনেজ।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে বল দখলে ব্যাপক আধিপত্য থাকলেও জালের দেখা মিলছিল না দলটির। ১২ মিনিটে আর্জেন্টাইনদের সমতায় ফেরান মেসি। এই গোলে অবশ্য মেসির নৈপুণ্যের চেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলটাই বড় অবদান রেখেছে। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক। সুযোগ কাজে লাগাতে কোন ভুল করেননি ইন্টার মায়ামি তারকা।

প্রথমদিকে আর্জেন্টিনাকে বেশ ভালোই আটকে রেখেছিল গুয়াতেমালা। গোলরক্ষকের ওই ভুল বাদ দিলে তেমন একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। তবে ৩৫ মিনিটের পর নিজেদের সেরা ছন্দ খুঁজে পায় লিওনেল স্ক্যালোনির দল। বল দখলে গুয়াতেমালাকে ক্রমাগত কোণঠাসা করার পর ৩৯ মিনিটে লিড নেয় দলটি।

বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে না নিয়ে মার্টিনেজকে স্পটকিক নেয়ার সুযোগ করে দেন তারকা ফুটবলার। সেখান থেকে গোল করে লিড আনেন ইন্টার মিলান তারকা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পেতে খানিকটা অপেক্ষাই করতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত মেসি আর মার্টিনেজের সুবাদে আরেক গোল পায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬৮ মিনিটে মেসির কাছ থেকে পাওয়া বলে সহজ ফিনিশ করেন মার্টিনেজ।

৭৭ মিনিটে দেখা গেল মেসি এবং ডি মারিয়ার যুগলবন্দী। দারুণ এক ওয়ান টু ওয়ানে আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পান মেসি। চিরচেনা চিপে শটে বল জালে জড়ান এলএমটেন। ৪-১ গোলের জয়ও নিশ্চিত হয় আর্জেন্টিনার।

নিউজটি শেয়ার করুন

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

আপডেট সময় : ০১:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

কোপা আমেরিকার ঠিক আগে ঠিকই নিজের চেনা ছন্দে ফিরে এলেন আর্জেন্টাইন এই মহাতারকা। জোড়া গোলের সঙ্গে করেছেন অ্যাসিস্টও। তার এবং মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানেই হারিয়েছে আর্জেন্টিনা।

শনিবার (১৫ জুন) ভোরে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে শুরুতে গোল হজম করেও ৪-১ গোলে জিতেছে মেসির দল। মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচে শুরু থেকেই পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। গুয়াতেমালা আঁচ করেছিল এমন কিছু। শুরু থেকেই তাই তাদের মনোযোগ ছিল রক্ষণের দিকে। চকিত কাউন্টার অ্যাটাকে চমকে দেবে আর্জেন্টিনাকে। এটাই ছিল লক্ষ্য। তাতে ফল চলে আসে ম্যাচের ৪ মিনিটে। গুয়াতেমালার প্রথম চেষ্টা এমিলিয়ানো মার্তিনেজ ফিরিয়ে দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান লিসান্দ্রো মার্তিনেজ।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে বল দখলে ব্যাপক আধিপত্য থাকলেও জালের দেখা মিলছিল না দলটির। ১২ মিনিটে আর্জেন্টাইনদের সমতায় ফেরান মেসি। এই গোলে অবশ্য মেসির নৈপুণ্যের চেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলটাই বড় অবদান রেখেছে। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক। সুযোগ কাজে লাগাতে কোন ভুল করেননি ইন্টার মায়ামি তারকা।

প্রথমদিকে আর্জেন্টিনাকে বেশ ভালোই আটকে রেখেছিল গুয়াতেমালা। গোলরক্ষকের ওই ভুল বাদ দিলে তেমন একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। তবে ৩৫ মিনিটের পর নিজেদের সেরা ছন্দ খুঁজে পায় লিওনেল স্ক্যালোনির দল। বল দখলে গুয়াতেমালাকে ক্রমাগত কোণঠাসা করার পর ৩৯ মিনিটে লিড নেয় দলটি।

বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে না নিয়ে মার্টিনেজকে স্পটকিক নেয়ার সুযোগ করে দেন তারকা ফুটবলার। সেখান থেকে গোল করে লিড আনেন ইন্টার মিলান তারকা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পেতে খানিকটা অপেক্ষাই করতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত মেসি আর মার্টিনেজের সুবাদে আরেক গোল পায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬৮ মিনিটে মেসির কাছ থেকে পাওয়া বলে সহজ ফিনিশ করেন মার্টিনেজ।

৭৭ মিনিটে দেখা গেল মেসি এবং ডি মারিয়ার যুগলবন্দী। দারুণ এক ওয়ান টু ওয়ানে আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পান মেসি। চিরচেনা চিপে শটে বল জালে জড়ান এলএমটেন। ৪-১ গোলের জয়ও নিশ্চিত হয় আর্জেন্টিনার।