ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬ জন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৪ই মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধা ঘণ্টার দূরত্বে একটি সড়কে একটি মালবাহী ট্রাক এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাড়িগুলোতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি ট্রাকের চালক পালিয়ে গেছেন কি না বা দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনার তদন্ত চলছে বলে জানেিয়ছে স্থানীয় পুলিশ।

সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ভ্যানটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা হত। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মেক্সিকান।

নিউজটি শেয়ার করুন

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬ জন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৪ই মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধা ঘণ্টার দূরত্বে একটি সড়কে একটি মালবাহী ট্রাক এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাড়িগুলোতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি ট্রাকের চালক পালিয়ে গেছেন কি না বা দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনার তদন্ত চলছে বলে জানেিয়ছে স্থানীয় পুলিশ।

সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ভ্যানটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা হত। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মেক্সিকান।