ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মুক্তিযুদ্ধ করে কিছু পেলাম না, দূরে থাকা ব্যক্তিরা লুট করছে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৪২৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধে যারা যোজন যোজন দূরে ছিল, তারাই দেশে লুটপাট চালাচ্ছে। শনিবার (১ জুন) নাগরিক ঐক্যের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যুগের পর যুগ লড়াই করে যাব–ফল ভোগ করতে পারব না–তা তো হতে পারে না। মুক্তিযুদ্ধ করে আমরা কিছুই পেলাম না। যারা যোজন যোজন দূরে ছিল তারা দেশের অর্থসম্পদ লুট করছে।

তিনি বলেন, জনগণের ওপর করের বোঝা আরও বাড়ছে, বিদেশি ঋণ শোধ করতে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। মানুষের জীবনমান কোন দিকে যাচ্ছে সেটা আঁচ করাই যাচ্ছে। দেশের মানুষ আর কত লড়াই করবে? আর কত আন্দোলন করতে হবে? জীবন দিতে হবে? ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য স্বপ্নের রাষ্ট্র গড়ে তুলতে হবে।

একই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার নিজের গদি রক্ষার জন্য দেশকে বাজি ধরেছে। সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের নানা সুবিধা দিয়ে এসব করছে। খেলা দেখানোর জন্য সং সেজেছে ক্ষমতাসীনরা। বেনজীর দেশ ছেড়ে চলে গেছে বহু আগেই, দেশের মানুষ যেন বোকা। সবই শুধু লোক দেখানোর জন্য। এখন যদি বেনজীর বা আজিজকে শাস্তি দেয়, তাহলে এখন যারা সার্ভিস দিচ্ছে তারাও তো আর দিতে পারবে না। বর্তমান ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, এ আন্দোলন সবার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিরোধী দল হওয়া এখন বেশ ঝুঁকিপূর্ণ। তাই সরকার ক্ষমতা ছাড়তে চায় না। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্ল্যানগুলো করে বেনজীর ও আজিজরা। এই বেনজীর ও আজিজরাই প্রমাণ করে দেশ ক্ষমতাসীনদের জন্য বেহেশত। ১৫ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সরকার দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সম্মান ভূলুণ্ঠিত করেছে। ওবায়দুল কাদের গতকাল বললেন বেনজীরের ব্যাপারে জানেন না, তাহলে প্রশ্ন: আপনি ওখানে ওই চেয়ারে আছেন কেন? বলাই যায় সরকার তাকে বেরিয়ে যেতে অনুমতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধ করে কিছু পেলাম না, দূরে থাকা ব্যক্তিরা লুট করছে: নজরুল ইসলাম

আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধে যারা যোজন যোজন দূরে ছিল, তারাই দেশে লুটপাট চালাচ্ছে। শনিবার (১ জুন) নাগরিক ঐক্যের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যুগের পর যুগ লড়াই করে যাব–ফল ভোগ করতে পারব না–তা তো হতে পারে না। মুক্তিযুদ্ধ করে আমরা কিছুই পেলাম না। যারা যোজন যোজন দূরে ছিল তারা দেশের অর্থসম্পদ লুট করছে।

তিনি বলেন, জনগণের ওপর করের বোঝা আরও বাড়ছে, বিদেশি ঋণ শোধ করতে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। মানুষের জীবনমান কোন দিকে যাচ্ছে সেটা আঁচ করাই যাচ্ছে। দেশের মানুষ আর কত লড়াই করবে? আর কত আন্দোলন করতে হবে? জীবন দিতে হবে? ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য স্বপ্নের রাষ্ট্র গড়ে তুলতে হবে।

একই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার নিজের গদি রক্ষার জন্য দেশকে বাজি ধরেছে। সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের নানা সুবিধা দিয়ে এসব করছে। খেলা দেখানোর জন্য সং সেজেছে ক্ষমতাসীনরা। বেনজীর দেশ ছেড়ে চলে গেছে বহু আগেই, দেশের মানুষ যেন বোকা। সবই শুধু লোক দেখানোর জন্য। এখন যদি বেনজীর বা আজিজকে শাস্তি দেয়, তাহলে এখন যারা সার্ভিস দিচ্ছে তারাও তো আর দিতে পারবে না। বর্তমান ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, এ আন্দোলন সবার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিরোধী দল হওয়া এখন বেশ ঝুঁকিপূর্ণ। তাই সরকার ক্ষমতা ছাড়তে চায় না। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্ল্যানগুলো করে বেনজীর ও আজিজরা। এই বেনজীর ও আজিজরাই প্রমাণ করে দেশ ক্ষমতাসীনদের জন্য বেহেশত। ১৫ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সরকার দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সম্মান ভূলুণ্ঠিত করেছে। ওবায়দুল কাদের গতকাল বললেন বেনজীরের ব্যাপারে জানেন না, তাহলে প্রশ্ন: আপনি ওখানে ওই চেয়ারে আছেন কেন? বলাই যায় সরকার তাকে বেরিয়ে যেতে অনুমতি দিয়েছে।