ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৬ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৯ মি. ইফতার ৬:১০ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৪০ মি. ইফতার ৬:২৩ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:১৯ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৫ মি. ইফতার ৬:১৬ মি. :: সিলেটে সেহেরি ৪:২৭ মি. ইফতার ৬:১০ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:২১ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৬ মি. ::::

মারুফ-রিজওয়ান-আশিকুরের নৈপুণ্যে পাকিস্তানে বাংলাদেশের যুবাদের বড় জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
মুলতানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে যুব ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বল হাতে আলো ছড়ালেন মারুফ মৃধা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতে আটকে রাখতে বড় অবদান রাখলেন বাঁহাতি এই পেসার। পরে রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ফিফটিতে অনায়াস জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগার কাপ্তান পিয়ানের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশী সময় নেয়নি ওপেনিং বোলাররা। দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়ে এরপর ক্যাপ্টেন সাদ বেগকে শূন্য রানে আউট করে স্বাগতিকদের ৩ রানেই প্রতিপক্ষের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।

পাওয়ারপ্লে’তে বোলিং তান্ডব চালান মারুফ মৃধা। অহরান আমিন পিয়ানের দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে প্রতিপক্ষের শীর্ষ ৬ ব্যাটারের চারজনেরই উইকেট দখল করেন মুন্সিগঞ্জ থেকে উঠে আসা মারুফ মৃধা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে উজাইর মুমতাজ ৫৭ ও সাতে নামা আরাফাত মিনহাজ ৭১ রান করলে পাকিস্তান দুইশো পার করতে সক্ষম হয়। শেষদিকে দুই রান আউটে নির্দিষ্ট ৪৫ ওভার শেষে ২০২ রানে অল আউট হয় পাকিস্তান। মারুফের চারটির পাশাপাশি অফস্পিনার রাফিউজ্জামান দুই উইকেট নেন।

উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন রিজওয়ান ও আশিকুর। দুই ওপেনার গড়েন ১৬০ রানের জুটি। দুইজনের কেউই অবশ্য কাজ শেষ করে ফিরতে পারেননি।

১ ছক্কা ও ১০ চারে ১৪৫ বলে ৭৯ রান করেন রিজওয়ান। আশিকুর ৮ চারে ৭৪ রান করতে খেলেন ১৫২ বল।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। মোহাম্মদ তায়েব আরিফ ও উজাইর মুমতাজের ব্যাটে বিপর্যয় সামাল ওঠে পাকিস্তান। দুজনে গড়েন ৭৩ রানের জুটি। তায়েব ২ চারে করেন ২৮ রান। উজাইর ২ ছক্কা ও ৪টি চারে খেলেন ৫৭ রানের ইনিংস।

এরপর পাকিস্তানের ইনিংস এগোয় আরাফাত মিনহাজকে ঘিরে। ৪টি ছক্কা ও ৭ চারে ৭৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশ পেরুতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

জবাবে স্বাগতিকরা পায় দারুণ সূচনা। একটা সময় তো মনে হচ্ছিল রিজওয়ান ও আশিকুরের ব্যাটে ১০ উইকেটেই জিতে যাবে বাংলাদেশ। ফিফটির পর এই দুইজনকেই ফিরিয়ে দেন আলি রাজা।

পরে জিশান আলমকেও দ্রুত হারায় বাংলাদেশ। এরপর অবশ্য শাহরিয়ার সাকিব ও আহরার আলম বাকিটা সারেন অনায়াসে।

বোলিংয়ে আগুন ঝরানো মারুফ মৃধা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি এই পেসার ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি উইকেট প্রাপ্তি মোহাম্মদ রাফি উজ্জামানের।

সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে শনিবার (১২ নভেম্বর) ও সোমবার (১৪ নভেম্বর) ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০২/১০(৪৫)
মিনহাজ ৭১*, মুমতাজ ৫৭, তাইয়াব ২৮;
বর্ষণ ৯-১-৪৯-০, মারুফ ৯-২-৩৮-৪, রাফিউজ্জামান ৯-০-২৮-২, রিজওয়ান ৩-০-১৫-০, পারভেজ ৯-০-৪০-১, সিদ্দিকী ৫-০-২১-১, জিসান ১-০-৮-০।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫/৩(৪০.১)
রিজওয়ান ৭৯, শিবলী ৭৪, জিসান ১১, সাকিব ১৮*, পিয়ান ৭*;
আলী রাজা ৪৪-২, জিশান ৩২-১।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/ad0s

নিউজটি শেয়ার করুন

মারুফ-রিজওয়ান-আশিকুরের নৈপুণ্যে পাকিস্তানে বাংলাদেশের যুবাদের বড় জয়

আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
মুলতানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে যুব ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বল হাতে আলো ছড়ালেন মারুফ মৃধা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতে আটকে রাখতে বড় অবদান রাখলেন বাঁহাতি এই পেসার। পরে রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ফিফটিতে অনায়াস জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগার কাপ্তান পিয়ানের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশী সময় নেয়নি ওপেনিং বোলাররা। দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়ে এরপর ক্যাপ্টেন সাদ বেগকে শূন্য রানে আউট করে স্বাগতিকদের ৩ রানেই প্রতিপক্ষের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।

পাওয়ারপ্লে’তে বোলিং তান্ডব চালান মারুফ মৃধা। অহরান আমিন পিয়ানের দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে প্রতিপক্ষের শীর্ষ ৬ ব্যাটারের চারজনেরই উইকেট দখল করেন মুন্সিগঞ্জ থেকে উঠে আসা মারুফ মৃধা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে উজাইর মুমতাজ ৫৭ ও সাতে নামা আরাফাত মিনহাজ ৭১ রান করলে পাকিস্তান দুইশো পার করতে সক্ষম হয়। শেষদিকে দুই রান আউটে নির্দিষ্ট ৪৫ ওভার শেষে ২০২ রানে অল আউট হয় পাকিস্তান। মারুফের চারটির পাশাপাশি অফস্পিনার রাফিউজ্জামান দুই উইকেট নেন।

উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন রিজওয়ান ও আশিকুর। দুই ওপেনার গড়েন ১৬০ রানের জুটি। দুইজনের কেউই অবশ্য কাজ শেষ করে ফিরতে পারেননি।

১ ছক্কা ও ১০ চারে ১৪৫ বলে ৭৯ রান করেন রিজওয়ান। আশিকুর ৮ চারে ৭৪ রান করতে খেলেন ১৫২ বল।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। মোহাম্মদ তায়েব আরিফ ও উজাইর মুমতাজের ব্যাটে বিপর্যয় সামাল ওঠে পাকিস্তান। দুজনে গড়েন ৭৩ রানের জুটি। তায়েব ২ চারে করেন ২৮ রান। উজাইর ২ ছক্কা ও ৪টি চারে খেলেন ৫৭ রানের ইনিংস।

এরপর পাকিস্তানের ইনিংস এগোয় আরাফাত মিনহাজকে ঘিরে। ৪টি ছক্কা ও ৭ চারে ৭৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশ পেরুতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

জবাবে স্বাগতিকরা পায় দারুণ সূচনা। একটা সময় তো মনে হচ্ছিল রিজওয়ান ও আশিকুরের ব্যাটে ১০ উইকেটেই জিতে যাবে বাংলাদেশ। ফিফটির পর এই দুইজনকেই ফিরিয়ে দেন আলি রাজা।

পরে জিশান আলমকেও দ্রুত হারায় বাংলাদেশ। এরপর অবশ্য শাহরিয়ার সাকিব ও আহরার আলম বাকিটা সারেন অনায়াসে।

বোলিংয়ে আগুন ঝরানো মারুফ মৃধা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি এই পেসার ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি উইকেট প্রাপ্তি মোহাম্মদ রাফি উজ্জামানের।

সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে শনিবার (১২ নভেম্বর) ও সোমবার (১৪ নভেম্বর) ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০২/১০(৪৫)
মিনহাজ ৭১*, মুমতাজ ৫৭, তাইয়াব ২৮;
বর্ষণ ৯-১-৪৯-০, মারুফ ৯-২-৩৮-৪, রাফিউজ্জামান ৯-০-২৮-২, রিজওয়ান ৩-০-১৫-০, পারভেজ ৯-০-৪০-১, সিদ্দিকী ৫-০-২১-১, জিসান ১-০-৮-০।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫/৩(৪০.১)
রিজওয়ান ৭৯, শিবলী ৭৪, জিসান ১১, সাকিব ১৮*, পিয়ান ৭*;
আলী রাজা ৪৪-২, জিশান ৩২-১।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/ad0s