ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মামুন বিশ্বাসের মাধ্যমে অটোভ্যান পেল কামারখন্দের কাজল রেখার স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৪৯৪ বার পড়া হয়েছে

মামুন বিশ্বাসের মাধ্যমে অটোভ্যান পেল কাজল রেখা

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের দশশিকা পূর্বপাড়া গ্রামের কাজল রেখা। ২৬ বছর বয়স তার। স্বামী দিনমজুর শাহীন আকন্দের সাথে থাকেন চট, পলিথিন আর লাকড়ি দিয়ে  মোড়ানো একটি ঝুপড়ি ঘরে। এই ঘরটি দেখলে কবি জসিমউদদীনের কবিতার সেই আসমানীর ঘরটিকেই মনে পড়বে। সেইসাথে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চরম অভাব। কোনরকম দুমুঠো খেয়ে কখনো আবার না খেয়েই চলছে জীবন। অভাব যার নিত্যসঙ্গী সেই কাজল রেখা জানিয়েছেন, ‘আমি মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কিছু পাই। আর আমার স্বামী দিন মজুরী করে যা আয় হয় তাই দিয়ে কোন মত সংসার চলে। একটা ঘর হলে সবাই মিলে একটু ভাল ভাবে থাকতে পারতাম। ‘
কাজল রেখার কথাগুলো শুনলে যে কারোরই ভিতরে নড়ে উঠবে। খুব ছোট্ট স্বপ্ন। কোনরকম খেয়ে পড়ে জীবন পাড় করা আর নিশ্চিত ঘুমের জন্য নিরাপদ আশ্রয়। একবিংশ শতাব্দীতে এটা খুব ছোট্ট স্বপ্ন হলেও কাজল রেখা দম্পতির জন্য এটুকু স্বপ্নই থাকে দূরের কোন গ্রহে। বহুদূরে থাকা স্বপ্নকে ছুঁয়ে দিতে হয়তো কতবার আকাশের দিকে হাত বাড়িয়ে নিরাশ হতে হয়েছে! তাইতো সেই অধরা স্বপ্নকে তাদের করতলে ঢেলে দিতে চেষ্টা চালান মানবাধিকার কর্মী মামুন বিশ্বাস। হ্যা মামুন বিশ্বাস; যিনি বহু মানুষের অধরা স্বপ্নকেই এনে দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। কাজল রেখার বেলায়ও তিনি ফেসবুকের মাধ্যমে চেষ্টা করেছেন দূর আকাশের স্বপ্নকে টেনে এনে কাজল রেখার হাতে তুলে দিতে। জনমদুখি এই দম্পতির জন্য ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে একটি নতুন অটোভ্যান কিনে দিয়েছেন যা দিয়ে অন্তত জীবিকা নির্বাহ করতে পারবে তারা।
শনিবার (১৫ অক্টোবর) সকালে  কামারখন্দ  উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানার মাধ্যমে অটোভ্যান কাজল রেখার স্বামী শাহীনের হাতে তুলে দেন মামুন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গুনি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, হায়দার, সেচ্ছাসেবক রাহুল শেখ প্রমুখ।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা দ্রুত কাজল রেখার ঘরের ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মামুন বিশ্বাসের মাধ্যমে অটোভ্যান পেল কামারখন্দের কাজল রেখার স্বামী

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের দশশিকা পূর্বপাড়া গ্রামের কাজল রেখা। ২৬ বছর বয়স তার। স্বামী দিনমজুর শাহীন আকন্দের সাথে থাকেন চট, পলিথিন আর লাকড়ি দিয়ে  মোড়ানো একটি ঝুপড়ি ঘরে। এই ঘরটি দেখলে কবি জসিমউদদীনের কবিতার সেই আসমানীর ঘরটিকেই মনে পড়বে। সেইসাথে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চরম অভাব। কোনরকম দুমুঠো খেয়ে কখনো আবার না খেয়েই চলছে জীবন। অভাব যার নিত্যসঙ্গী সেই কাজল রেখা জানিয়েছেন, ‘আমি মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কিছু পাই। আর আমার স্বামী দিন মজুরী করে যা আয় হয় তাই দিয়ে কোন মত সংসার চলে। একটা ঘর হলে সবাই মিলে একটু ভাল ভাবে থাকতে পারতাম। ‘
কাজল রেখার কথাগুলো শুনলে যে কারোরই ভিতরে নড়ে উঠবে। খুব ছোট্ট স্বপ্ন। কোনরকম খেয়ে পড়ে জীবন পাড় করা আর নিশ্চিত ঘুমের জন্য নিরাপদ আশ্রয়। একবিংশ শতাব্দীতে এটা খুব ছোট্ট স্বপ্ন হলেও কাজল রেখা দম্পতির জন্য এটুকু স্বপ্নই থাকে দূরের কোন গ্রহে। বহুদূরে থাকা স্বপ্নকে ছুঁয়ে দিতে হয়তো কতবার আকাশের দিকে হাত বাড়িয়ে নিরাশ হতে হয়েছে! তাইতো সেই অধরা স্বপ্নকে তাদের করতলে ঢেলে দিতে চেষ্টা চালান মানবাধিকার কর্মী মামুন বিশ্বাস। হ্যা মামুন বিশ্বাস; যিনি বহু মানুষের অধরা স্বপ্নকেই এনে দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। কাজল রেখার বেলায়ও তিনি ফেসবুকের মাধ্যমে চেষ্টা করেছেন দূর আকাশের স্বপ্নকে টেনে এনে কাজল রেখার হাতে তুলে দিতে। জনমদুখি এই দম্পতির জন্য ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে একটি নতুন অটোভ্যান কিনে দিয়েছেন যা দিয়ে অন্তত জীবিকা নির্বাহ করতে পারবে তারা।
শনিবার (১৫ অক্টোবর) সকালে  কামারখন্দ  উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানার মাধ্যমে অটোভ্যান কাজল রেখার স্বামী শাহীনের হাতে তুলে দেন মামুন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গুনি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, হায়দার, সেচ্ছাসেবক রাহুল শেখ প্রমুখ।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা দ্রুত কাজল রেখার ঘরের ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।