ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভুটানের জালে ৯ গোলের উৎসব রাশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোটর্স ডেস্ক : গালিভারের সঙ্গে লিলিপুটের অসম লড়াই যেন! মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও ভুটানের ম্যাচ শুরুর আগে এটাই ছিল চিত্র। খেলা শেষেও হাতেনাতে মিলল প্রমাণ। ভুটানের মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে রুশ কন্যারা।

স্কোরলাইন যদিও সার্বিক চিত্র তুলে ধরতে পারছে না। রাশিয়ার মেয়েদের অসংখ্য শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে, বারে লেগে ফিরেছে ও একাধিক গোল অফসাইডে বাতিল হয়েছে। নয়ত ভুটান আরও বড় হারের মাঝেই ডুবতে পারত।

ফিফা র‌্যাঙ্কিংয়ে হালনাগাদের পর মেয়েদের ফুটবলে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছে রাশিয়া। ইউরোপের দেশটির চেয়ে ১৫৪ ধাপ পিছিয়ে থাকা ভুটান শক্তির বিচারে রয়েছে বিস্তর ব্যবধানে। বয়সভিত্তিক পর্যায়েও যে একই বাস্তবতা, মাঠের লড়াই দেখে সেটাই সামনে এলো।

শুক্রবার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিট পর্যন্ত জাল অক্ষত রাখতে সক্ষম হয় ভুটান। প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণের বিপরীতে হিমালয়ের দেশটির সামনে একটি সুযোগ এসেছিল। চার মিনিটের মাথায় ভুটানের নামসেল ওয়াংজমের দুর্বল শট নিলে সুযোগটি হাতছাড়া হয়।

ম্যাচের ১২ মিনিটে রাশিয়া লিড পায়। আনাস্তাসিয়া চেরনৌসোভা দূরপাল্লার উঁচু শট নেন। অনেকটা লাফিয়েও কম উচ্চতার কারণে বলের নাগাল পাননি ভুটান গোলরক্ষক দীক্ষা রাই।

দুই মিনিট পর লম্বা পাস আদায় করে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রুশ অধিনায়ক এলেনা গোলিক। ১৮ মিনিটে আনাস্তাসিয়া কারাতায়েভা লক্ষ্যভেদ করলে অফসাইডে বাতিল হয় গোল। ৩৭ মিনিটে অবশ্য আনাস্তাসিয়া গোলের দেখা পেয়ে যান।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসেনিয়া কানেদসেভা বল জালে জড়ালে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রাশিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর পর ৪৬ এবং ৪৮ মিনিটে নিশানাভেদে হ্যাটট্রিক পূর্ণ করেন চেরনৌসোভা।

খানিক পর বিস্ময়করভাবে গোলরক্ষককে ভুলভাবে ব্যাকপাস দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লিলিলা বারসুকোভা। ভুটান পায় গোলের দেখা। সোফিয়া গোলোভিনা বাইসাইকেল কিকে গোল করলে ৭-১ লিড হয়ে যায় রাশিয়ার।

খেলার ৫৯ মিনিটে রাশিয়া অষ্টম গোলের দেখা পায়। আট নম্বর জার্সিধারী এসেনিলার নেয়া দূরপাল্লার উঁচু শট গোলরক্ষক দীক্ষার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না।

সাত মিনিট পর মাটি কামড়ানো শটে সুন্দর ফিনিশিংয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন বদলি খেলোয়াড় পোলিনা বোগদানোভা। নয় গোল হজমের পর দীক্ষাকে বেঞ্চে বসিয়ে দেন ভুটানের কোচ। বদলি হিসেবে নামেন সোনাম ছোডেন। বাকি সময়ে আর গোল হজম করতে হয়নি।

২৬ মার্চ ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে খেলবে তিন ম্যাচে ২২ গোল হজম করা ভুটান। একইদিনে রাশিয়ার প্রতিপক্ষ নেপাল।

নিউজটি শেয়ার করুন

ভুটানের জালে ৯ গোলের উৎসব রাশিয়ার

আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

স্পোটর্স ডেস্ক : গালিভারের সঙ্গে লিলিপুটের অসম লড়াই যেন! মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও ভুটানের ম্যাচ শুরুর আগে এটাই ছিল চিত্র। খেলা শেষেও হাতেনাতে মিলল প্রমাণ। ভুটানের মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে রুশ কন্যারা।

স্কোরলাইন যদিও সার্বিক চিত্র তুলে ধরতে পারছে না। রাশিয়ার মেয়েদের অসংখ্য শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে, বারে লেগে ফিরেছে ও একাধিক গোল অফসাইডে বাতিল হয়েছে। নয়ত ভুটান আরও বড় হারের মাঝেই ডুবতে পারত।

ফিফা র‌্যাঙ্কিংয়ে হালনাগাদের পর মেয়েদের ফুটবলে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছে রাশিয়া। ইউরোপের দেশটির চেয়ে ১৫৪ ধাপ পিছিয়ে থাকা ভুটান শক্তির বিচারে রয়েছে বিস্তর ব্যবধানে। বয়সভিত্তিক পর্যায়েও যে একই বাস্তবতা, মাঠের লড়াই দেখে সেটাই সামনে এলো।

শুক্রবার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিট পর্যন্ত জাল অক্ষত রাখতে সক্ষম হয় ভুটান। প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণের বিপরীতে হিমালয়ের দেশটির সামনে একটি সুযোগ এসেছিল। চার মিনিটের মাথায় ভুটানের নামসেল ওয়াংজমের দুর্বল শট নিলে সুযোগটি হাতছাড়া হয়।

ম্যাচের ১২ মিনিটে রাশিয়া লিড পায়। আনাস্তাসিয়া চেরনৌসোভা দূরপাল্লার উঁচু শট নেন। অনেকটা লাফিয়েও কম উচ্চতার কারণে বলের নাগাল পাননি ভুটান গোলরক্ষক দীক্ষা রাই।

দুই মিনিট পর লম্বা পাস আদায় করে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রুশ অধিনায়ক এলেনা গোলিক। ১৮ মিনিটে আনাস্তাসিয়া কারাতায়েভা লক্ষ্যভেদ করলে অফসাইডে বাতিল হয় গোল। ৩৭ মিনিটে অবশ্য আনাস্তাসিয়া গোলের দেখা পেয়ে যান।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসেনিয়া কানেদসেভা বল জালে জড়ালে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রাশিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর পর ৪৬ এবং ৪৮ মিনিটে নিশানাভেদে হ্যাটট্রিক পূর্ণ করেন চেরনৌসোভা।

খানিক পর বিস্ময়করভাবে গোলরক্ষককে ভুলভাবে ব্যাকপাস দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লিলিলা বারসুকোভা। ভুটান পায় গোলের দেখা। সোফিয়া গোলোভিনা বাইসাইকেল কিকে গোল করলে ৭-১ লিড হয়ে যায় রাশিয়ার।

খেলার ৫৯ মিনিটে রাশিয়া অষ্টম গোলের দেখা পায়। আট নম্বর জার্সিধারী এসেনিলার নেয়া দূরপাল্লার উঁচু শট গোলরক্ষক দীক্ষার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না।

সাত মিনিট পর মাটি কামড়ানো শটে সুন্দর ফিনিশিংয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন বদলি খেলোয়াড় পোলিনা বোগদানোভা। নয় গোল হজমের পর দীক্ষাকে বেঞ্চে বসিয়ে দেন ভুটানের কোচ। বদলি হিসেবে নামেন সোনাম ছোডেন। বাকি সময়ে আর গোল হজম করতে হয়নি।

২৬ মার্চ ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে খেলবে তিন ম্যাচে ২২ গোল হজম করা ভুটান। একইদিনে রাশিয়ার প্রতিপক্ষ নেপাল।