ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এ অঞ্চলের দেশগুলোকে অংশীদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিতে হবে।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৬ষ্ঠ ইন্ডিয়ান ওসেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই অঞ্চলের সমতাভিত্তিক উন্নয়নে ৬টি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওসেন সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরিসাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর শুধু বাংলাদেশের জন্যই নয়, অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চলের সব দেশের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীল পরিবেশের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, অংশীদারিত্ব এবং সমৃদ্ধি’ এবারের এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ কখনোই সমৃদ্ধি বয়ে আনে না।

ভারত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ছয়টি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সবার সাথে বন্ধুত্ব এমন পররাষ্ট্র নীতি মেনে বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলছে বলেও বৈশ্বিক এই সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

ভারত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাবনা

আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এ অঞ্চলের দেশগুলোকে অংশীদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিতে হবে।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৬ষ্ঠ ইন্ডিয়ান ওসেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই অঞ্চলের সমতাভিত্তিক উন্নয়নে ৬টি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওসেন সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরিসাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর শুধু বাংলাদেশের জন্যই নয়, অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চলের সব দেশের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীল পরিবেশের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, অংশীদারিত্ব এবং সমৃদ্ধি’ এবারের এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ কখনোই সমৃদ্ধি বয়ে আনে না।

ভারত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ছয়টি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সবার সাথে বন্ধুত্ব এমন পররাষ্ট্র নীতি মেনে বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলছে বলেও বৈশ্বিক এই সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।