ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত গেলেন আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার দুপুরে তিনি ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তিনি বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মনজুর রহমান জানান, কাল মঙ্গলবার থেকে ভারতের নয়াদিল্লিতে চার দিনব্যাপী ওই সম্মেলন শুরু হবে। সম্মেলনে ইন্টারপোলের ১৯৫টি সদস্য দেশের পুলিশ প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের সম্মেলনে ইন্টারপোলভুক্ত ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় হবে। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

ভারত গেলেন আইজিপি

আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার দুপুরে তিনি ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তিনি বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মনজুর রহমান জানান, কাল মঙ্গলবার থেকে ভারতের নয়াদিল্লিতে চার দিনব্যাপী ওই সম্মেলন শুরু হবে। সম্মেলনে ইন্টারপোলের ১৯৫টি সদস্য দেশের পুলিশ প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের সম্মেলনে ইন্টারপোলভুক্ত ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় হবে। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।