ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। আগামী ৭ জুন থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনালের গুরু দায়িত্বে অনফিল্ডে থাকবেন এক কিউই ও এক ইংলিশ আম্পায়ার।

৭ থেকে ১২ জুন লন্ডনের দ্য ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে তাদের সহযোগিতা করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো।

আর শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রে গ্যাফানি ও ইলিংওথ দুজনেরই রয়েছে অনেক অভিজ্ঞতা। দুজনেই আইসিসির এমিরেটস এলিট প্যানেল আম্পায়ার। ফাইনাল হতে যাচ্ছে গ্যাফানির ৪৯তম ও ইলিংওয়ার্থের ৬৪তম টেস্ট ম্যাচ।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। তিনি এর আগে ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দায়িত্বে ছিলেন।

এদিকে এ ফাইনালকে ঘিরে ইতোমধ্যে দল দুটি তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার বেশকিছু খেলোয়াড় ম্যাচ ভেন্যু ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছে।

অস্ট্রেলিয়া চূড়ান্ত স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, টড মার্ফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
স্ট্যান্ডবাই: মিচেল মার্শ, ম্যাথু রেনশ।

ভারত দল চূড়ান্ত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটকিপার)।
স্ট্যান্ডবাই: যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।

নিউজটি শেয়ার করুন

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। আগামী ৭ জুন থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনালের গুরু দায়িত্বে অনফিল্ডে থাকবেন এক কিউই ও এক ইংলিশ আম্পায়ার।

৭ থেকে ১২ জুন লন্ডনের দ্য ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে তাদের সহযোগিতা করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো।

আর শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রে গ্যাফানি ও ইলিংওথ দুজনেরই রয়েছে অনেক অভিজ্ঞতা। দুজনেই আইসিসির এমিরেটস এলিট প্যানেল আম্পায়ার। ফাইনাল হতে যাচ্ছে গ্যাফানির ৪৯তম ও ইলিংওয়ার্থের ৬৪তম টেস্ট ম্যাচ।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। তিনি এর আগে ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দায়িত্বে ছিলেন।

এদিকে এ ফাইনালকে ঘিরে ইতোমধ্যে দল দুটি তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার বেশকিছু খেলোয়াড় ম্যাচ ভেন্যু ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছে।

অস্ট্রেলিয়া চূড়ান্ত স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, টড মার্ফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
স্ট্যান্ডবাই: মিচেল মার্শ, ম্যাথু রেনশ।

ভারত দল চূড়ান্ত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটকিপার)।
স্ট্যান্ডবাই: যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।