ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভাঙছে মেয়েদের সাফজয়ী দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে এখন ভাঙনের সুর। দীর্ঘ সময় খেলা না থাকায় ক্যাম্প ছেড়ে যাচ্ছেন একের পর এক ফুটবলার। হতাশাকে সঙ্গী করে সবশেষ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প ছেড়ে গেলেন সাফ জয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুন। শিগগিরই খেলা ও অন্যান্য সুবিধা দিয়ে বাফুফে’র এসব নারী খেলোয়াড়দের ধরে রাখা উচিত বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বাফুফে’র কাছে।

গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল। এরপর দীর্ঘ সময় ধরে খেলাবিহীন কাটছে নারী দলের খেলোয়াড়দের। বাফুফে থেকে যে বেতন ভাতা নারী ফুটবলাররা পান সেটাও খুবই সীমিত। তাই অনিশ্চিত জীবন সামনে রেখে ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন একের পর এর ফুটবলার। সাফ জয়ী ফুটবলের সংসারে এখন বাজছে ভাঙনের সুর। সবশেষ ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি খাতুন। উন্নত জীবনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

এদিকে, ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নারী দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। জাতীয় দল ছেড়ে ক্লাব পর্যায়ে কোচিংয়ে আগ্রহী তিনি। তবে তার পদত্যাগের ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত নেয়নি বাফুফে। পরবর্তী সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

এদিকে, আগামী ১০ই জুন থেকে চারটি দল নিয়ে নারীদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ শুরু হবে বলে জানিয়েছে বাফুফে।

নিউজটি শেয়ার করুন

ভাঙছে মেয়েদের সাফজয়ী দল

আপডেট সময় : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে এখন ভাঙনের সুর। দীর্ঘ সময় খেলা না থাকায় ক্যাম্প ছেড়ে যাচ্ছেন একের পর এক ফুটবলার। হতাশাকে সঙ্গী করে সবশেষ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প ছেড়ে গেলেন সাফ জয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুন। শিগগিরই খেলা ও অন্যান্য সুবিধা দিয়ে বাফুফে’র এসব নারী খেলোয়াড়দের ধরে রাখা উচিত বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বাফুফে’র কাছে।

গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল। এরপর দীর্ঘ সময় ধরে খেলাবিহীন কাটছে নারী দলের খেলোয়াড়দের। বাফুফে থেকে যে বেতন ভাতা নারী ফুটবলাররা পান সেটাও খুবই সীমিত। তাই অনিশ্চিত জীবন সামনে রেখে ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন একের পর এর ফুটবলার। সাফ জয়ী ফুটবলের সংসারে এখন বাজছে ভাঙনের সুর। সবশেষ ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি খাতুন। উন্নত জীবনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

এদিকে, ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নারী দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। জাতীয় দল ছেড়ে ক্লাব পর্যায়ে কোচিংয়ে আগ্রহী তিনি। তবে তার পদত্যাগের ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত নেয়নি বাফুফে। পরবর্তী সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

এদিকে, আগামী ১০ই জুন থেকে চারটি দল নিয়ে নারীদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ শুরু হবে বলে জানিয়েছে বাফুফে।