ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে থাকা স্কোয়াডের ১৫ জনকে বাদ দিয়েই প্রীতি ম্যাচের দল সাজিয়েছিল ব্রাজিল। স্কোয়াডে ডাক পান নতুন ৯ ফুটবলার। গোড়ালির চোটে মাঠের বাইরে সেরা তারকা নেইমার। চোটের তালিকা লম্বা করে ম্যাচের আগে ছিটকে যান রিচার্লিসন ও মার্কুইনহোস। ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে রেমন মেনেজেস।

আশা জাগিয়েছিল বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে নতুন শুরুর। কিন্তু পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উজ্জীবিত ফুটবলে তাদের হারিয়ে দিল মরক্কো। ঘরের মাঠে প্রীতি ম্যাচে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে ওয়ালেদ রেগরাগির দল।

রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি। বল পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। রনি ২৪ মিনিটে আবারো সুযোগ পান। তার নেয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। খানিক পর আন্দ্রে সান্তোসের ডান পায়ের শটও বোনো প্রতিহত করেন।

স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল এল খানৌসের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড পাইয়ে দেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে হয়ে ওঠে মরিয়া। ৪১ মিনিটের মাথায় ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের পাসে বল নিয়ে ডান পায়ে দূরপাল্লার শট নেন ভিনিসিয়াস জুনিয়র। পোস্টের সামান্য উপর দিয়ে বল বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগোর দূরপাল্লার শট জালের ঠিকানা খুঁজে পায়নি। মিনিট ছয়েক পর ইউসেফ এন-নেসিরির পাসে মিডফিল্ডার আজ্জেদিন ওনাহির শট ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক ওয়েভারটন।

লুকাস পাকুয়েতার কাছ থেকে বল নিয়েই ডান পায়ের দূরপাল্লার শট নেন ব্রাজিলের অধিনায়কত্ব করা কাসেমিরো। বল গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে প্রবেশ করলে ৬৭ মিনিটে অতিথি দল সমতায় ফেরে।

ব্রাজিলের গোল শোধের স্বস্তি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডি বক্সের ভেতর হেডে বল ক্লিয়ারে ব্যর্থ হন পাকুয়েতা। সেই সুযোগে ওয়ালিদ চেদিরা বুক দিয়ে বল রিসিভ করে দেন ছোট পাস। সেটি আদায় করেই মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি ডান পায়ের হাফ ভলিতে বল উঁচু অংশে লেগে গোললাইনের ভেতর ড্রপ খায়। স্বাগতিক দর্শকদের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে অ্যান্টনির দূরপাল্লার শট অল্পের জন্য নিশানাভেদ না করায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/vk8l

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর চমক

আপডেট সময় : ১২:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে থাকা স্কোয়াডের ১৫ জনকে বাদ দিয়েই প্রীতি ম্যাচের দল সাজিয়েছিল ব্রাজিল। স্কোয়াডে ডাক পান নতুন ৯ ফুটবলার। গোড়ালির চোটে মাঠের বাইরে সেরা তারকা নেইমার। চোটের তালিকা লম্বা করে ম্যাচের আগে ছিটকে যান রিচার্লিসন ও মার্কুইনহোস। ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে রেমন মেনেজেস।

আশা জাগিয়েছিল বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে নতুন শুরুর। কিন্তু পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উজ্জীবিত ফুটবলে তাদের হারিয়ে দিল মরক্কো। ঘরের মাঠে প্রীতি ম্যাচে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে ওয়ালেদ রেগরাগির দল।

রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি। বল পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। রনি ২৪ মিনিটে আবারো সুযোগ পান। তার নেয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। খানিক পর আন্দ্রে সান্তোসের ডান পায়ের শটও বোনো প্রতিহত করেন।

স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল এল খানৌসের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড পাইয়ে দেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে হয়ে ওঠে মরিয়া। ৪১ মিনিটের মাথায় ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের পাসে বল নিয়ে ডান পায়ে দূরপাল্লার শট নেন ভিনিসিয়াস জুনিয়র। পোস্টের সামান্য উপর দিয়ে বল বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগোর দূরপাল্লার শট জালের ঠিকানা খুঁজে পায়নি। মিনিট ছয়েক পর ইউসেফ এন-নেসিরির পাসে মিডফিল্ডার আজ্জেদিন ওনাহির শট ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক ওয়েভারটন।

লুকাস পাকুয়েতার কাছ থেকে বল নিয়েই ডান পায়ের দূরপাল্লার শট নেন ব্রাজিলের অধিনায়কত্ব করা কাসেমিরো। বল গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে প্রবেশ করলে ৬৭ মিনিটে অতিথি দল সমতায় ফেরে।

ব্রাজিলের গোল শোধের স্বস্তি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডি বক্সের ভেতর হেডে বল ক্লিয়ারে ব্যর্থ হন পাকুয়েতা। সেই সুযোগে ওয়ালিদ চেদিরা বুক দিয়ে বল রিসিভ করে দেন ছোট পাস। সেটি আদায় করেই মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি ডান পায়ের হাফ ভলিতে বল উঁচু অংশে লেগে গোললাইনের ভেতর ড্রপ খায়। স্বাগতিক দর্শকদের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে অ্যান্টনির দূরপাল্লার শট অল্পের জন্য নিশানাভেদ না করায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/vk8l