ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেলকুচিতে পুলিশের উপস্থিতিতেই ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৫২৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে স্কুল প্রাঙ্গণে ভোট শুরু হয়। অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি তিনজন, বিদ্যুৎসাহী সদস্য একজন, মোট ভোটার আট জন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে  দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। একজন হলেন, ঐ গ্রামের প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার ও আরেকজন উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি।
ভোট গণনার শেষ, ঘোষণার পূর্বেই ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকির পরাজয় বুঝতে পেরে তার নেতৃত্বে দলবদ্ধ বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে ব্যালট ও রেজুলেশনের খাতা ছিনতাই করেন।
এ সময় স্কুলের অফিস কক্ষে অবস্থানরত সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ মোট দশজনকে সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করেন।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, এমপির পিএস সেলিম সরকার ও রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট ছিনতাই ও আমাদের উপর সন্ত্রাসী হামলা করে। পুলিশ নিরব ভূমিকা পালন করেন।
এ বিষয়ে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার  নাজির উদ্দিন ব্যালট ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করে বলেন, নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হয়, রেজুলেশন শেষ করে ঘোষণা দেওয়ার আগেই এই সংবাদটা অভিভাবক সদস্য মনির বের হয়ে গিয়ে বাহিরে বললে সন্ত্রাসীরা এসে পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, ব্যালট ছিনতাইয়ের সময় আমার ফোর্স সেখানে ছিলো না ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট  ও রেজুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি
 পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

বেলকুচিতে পুলিশের উপস্থিতিতেই ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে স্কুল প্রাঙ্গণে ভোট শুরু হয়। অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি তিনজন, বিদ্যুৎসাহী সদস্য একজন, মোট ভোটার আট জন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে  দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। একজন হলেন, ঐ গ্রামের প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার ও আরেকজন উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি।
ভোট গণনার শেষ, ঘোষণার পূর্বেই ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকির পরাজয় বুঝতে পেরে তার নেতৃত্বে দলবদ্ধ বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে ব্যালট ও রেজুলেশনের খাতা ছিনতাই করেন।
এ সময় স্কুলের অফিস কক্ষে অবস্থানরত সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ মোট দশজনকে সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করেন।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, এমপির পিএস সেলিম সরকার ও রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট ছিনতাই ও আমাদের উপর সন্ত্রাসী হামলা করে। পুলিশ নিরব ভূমিকা পালন করেন।
এ বিষয়ে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার  নাজির উদ্দিন ব্যালট ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করে বলেন, নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হয়, রেজুলেশন শেষ করে ঘোষণা দেওয়ার আগেই এই সংবাদটা অভিভাবক সদস্য মনির বের হয়ে গিয়ে বাহিরে বললে সন্ত্রাসীরা এসে পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, ব্যালট ছিনতাইয়ের সময় আমার ফোর্স সেখানে ছিলো না ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট  ও রেজুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি
 পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
বা/খ: জই