ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বব্যাপী মিথ্যা তথ্য ছড়াচ্ছে টুইটার : বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইলন মাস্ক এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিনেছেন, যেটা বিশ্বব্যাপী মিথ্যা তথ্য ছড়াচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) শিকাগোতে ডেমোক্র্যাটের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বাইডেন বলেন, আমরা সবাই এখন যে বিষয়টি নিয়ে শঙ্কিত তা হলো- ইলন মাস্কের কেনা টুইটার কর্মী ছাঁটাই ও অভ্যন্তরীন ব্যবস্থাপনা নিয়ে সারাবিশ্বে মিথ্যা তথ্য দিচ্ছে। আমেরিকায় প্রতিষ্ঠানটির আর কোনো সম্পাদক নেই। এমন অবস্থায় আমরা কীভাবে আশা করবো যে, টুইটারে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কী কী ঝুঁকি রয়েছে তা আমাদের বাচ্চারা বুঝবে?

বাইডেনের এমন মন্তব্যের পর একই দিনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, বাইডেন ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।

তিনি আরো বলেন, বাইডেন যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন তা টুইটার, ফেসবুকসহ অন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ রয়েছে সেগুলোর জন্য প্রযোজ্য।

শুক্রবার টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেছে টুইটার কর্তৃপক্ষ। বাইডেনের দাবি, বিজ্ঞাপন থেকে আসা আয় কমে যাওয়ায়, গুজব রটানো ঠেকাতে ও কন্টেন্ট মডারেশনের জন্য অল্প সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়েছে টুইটার।

মালিক হওয়ার আগেই ইলন মাস্ক টুইটারকে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর ও ব্যবহারকারীদের বাকস্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বড় বড় বিজ্ঞাপনদাতারা কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটিতে ইলনের কর্তৃত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন।

ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর গাড়িনির্মাণকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন, জেনারেল মোটরস, অডি, খাদ্য প্রস্তুতকারক জেনারেল মিলস ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের মতো জায়ান্টরা টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যাপী মিথ্যা তথ্য ছড়াচ্ছে টুইটার : বাইডেন

আপডেট সময় : ১০:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইলন মাস্ক এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিনেছেন, যেটা বিশ্বব্যাপী মিথ্যা তথ্য ছড়াচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) শিকাগোতে ডেমোক্র্যাটের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বাইডেন বলেন, আমরা সবাই এখন যে বিষয়টি নিয়ে শঙ্কিত তা হলো- ইলন মাস্কের কেনা টুইটার কর্মী ছাঁটাই ও অভ্যন্তরীন ব্যবস্থাপনা নিয়ে সারাবিশ্বে মিথ্যা তথ্য দিচ্ছে। আমেরিকায় প্রতিষ্ঠানটির আর কোনো সম্পাদক নেই। এমন অবস্থায় আমরা কীভাবে আশা করবো যে, টুইটারে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কী কী ঝুঁকি রয়েছে তা আমাদের বাচ্চারা বুঝবে?

বাইডেনের এমন মন্তব্যের পর একই দিনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, বাইডেন ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।

তিনি আরো বলেন, বাইডেন যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন তা টুইটার, ফেসবুকসহ অন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ রয়েছে সেগুলোর জন্য প্রযোজ্য।

শুক্রবার টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেছে টুইটার কর্তৃপক্ষ। বাইডেনের দাবি, বিজ্ঞাপন থেকে আসা আয় কমে যাওয়ায়, গুজব রটানো ঠেকাতে ও কন্টেন্ট মডারেশনের জন্য অল্প সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়েছে টুইটার।

মালিক হওয়ার আগেই ইলন মাস্ক টুইটারকে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর ও ব্যবহারকারীদের বাকস্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বড় বড় বিজ্ঞাপনদাতারা কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটিতে ইলনের কর্তৃত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন।

ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর গাড়িনির্মাণকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন, জেনারেল মোটরস, অডি, খাদ্য প্রস্তুতকারক জেনারেল মিলস ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের মতো জায়ান্টরা টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়।