ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্ববাজারে ১১ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক চীনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কঠোর ‘জিরো কোভিড নীতির’ বিরুদ্ধে দেশটিতে চলছে বিক্ষোভ। এ বিক্ষোভের মাথায় জ্বালানির চাহিদা কমার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনে চলমান বিক্ষোভে জ্বালানির চাহিদা কমে যেতে পারে। এমন আশঙ্কায় সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি কমেছে।

এদিন ব্রেন্ট ক্রুডে দাম প্রতি ব্যারেল ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৪৭ ডলারে ঠেকেছে। লেনদেনের শুরুর দিকে অপরিশোধিত তেলটির দাম ৮১ দশমিক ১৬ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল, যা গত ১১ জানুয়ারির পর সর্বনিম্ন।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক শূন্য ৮ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ৭৪ দশমিক ২০ ডলারে নেমেছে।

লেনদেনের শুরুর দিকে এটির দাম ৭৩ দশমিক ৮২ ডলার পর্যন্ত কমেছিল। এটি ২০২১ সালের ২৭ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

এর আগে পরপর তিনটি সাপ্তাহিক পতনের পর গত সপ্তাহে তেলের উভয় বেঞ্চমার্কের দামই ১০ মাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে যায়।

নিসান সিকিউরিটিজের গবেষণার মহ্যব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেন, চীনে কোভিড-১৯ আক্রান্তের হার বাড়ার কারণে জ্বালানির চাহিদা কমে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর ওপর আবার সাংহাইতে সরকারের কঠোর কোভিডবিষয়ক বিধিনিষেধের বিরুদ্ধে বিরল বিক্ষোভ চলছে। কাজেই দেশটিতে এমন রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়ায় তেলের বাজারে প্রভাব পড়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে ১১ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন

আপডেট সময় : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক চীনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কঠোর ‘জিরো কোভিড নীতির’ বিরুদ্ধে দেশটিতে চলছে বিক্ষোভ। এ বিক্ষোভের মাথায় জ্বালানির চাহিদা কমার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনে চলমান বিক্ষোভে জ্বালানির চাহিদা কমে যেতে পারে। এমন আশঙ্কায় সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি কমেছে।

এদিন ব্রেন্ট ক্রুডে দাম প্রতি ব্যারেল ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৪৭ ডলারে ঠেকেছে। লেনদেনের শুরুর দিকে অপরিশোধিত তেলটির দাম ৮১ দশমিক ১৬ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল, যা গত ১১ জানুয়ারির পর সর্বনিম্ন।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক শূন্য ৮ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ৭৪ দশমিক ২০ ডলারে নেমেছে।

লেনদেনের শুরুর দিকে এটির দাম ৭৩ দশমিক ৮২ ডলার পর্যন্ত কমেছিল। এটি ২০২১ সালের ২৭ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

এর আগে পরপর তিনটি সাপ্তাহিক পতনের পর গত সপ্তাহে তেলের উভয় বেঞ্চমার্কের দামই ১০ মাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে যায়।

নিসান সিকিউরিটিজের গবেষণার মহ্যব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেন, চীনে কোভিড-১৯ আক্রান্তের হার বাড়ার কারণে জ্বালানির চাহিদা কমে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর ওপর আবার সাংহাইতে সরকারের কঠোর কোভিডবিষয়ক বিধিনিষেধের বিরুদ্ধে বিরল বিক্ষোভ চলছে। কাজেই দেশটিতে এমন রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়ায় তেলের বাজারে প্রভাব পড়েছে।