ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

বিশ্বকাপে সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
মরুর বুকে প্রথম বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-২ গোল ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া। তবে এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে সার্বিয়ান জাতীয় দলের মধ্যে ফাটলের গুঞ্জন।

সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি।

ইংরেজ সাংবাদিক রিচার্ড উইলসনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ, তার সতীর্থ গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে দলের প্রশিক্ষণ শিবিরের সময় অবৈধ সম্পর্ক (পরকীয়া) করেছিলেন। এমনকি দুজন একসঙ্গে রাত্রিযাপন করেছেন।
তবে সুইজারল্যান্ড ম্যাচের আগে সব অভিযোগ অস্বীকার করে দুসান বলেন, এভাবে সাংবাদিক সম্মেলন শুরু করতে হওয়ায় দুঃখিত। কিন্তু এ ব্যাপারে কথা বলতেই হবে। কারণ আমার নামে নোংরা খবর ছড়ানো হচ্ছে।

ভ্লাহোভিচের দাবি, তার নাম নিয়ে ব্যান্ডেড করা হচ্ছে।

দুসান ভ্লাহোভিচ আরো বলেন, সাধারণত এ ধরনের খবর যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।
ভ্লাওভিচ যোগ করেন, প্রয়োজনে আমি আইনগতভাবে আমার নাম রক্ষা করতে প্রস্তুত। যা বলা হচ্ছে, তা মিথ্যা।

গত মাসে তার ছেলে গুরুতর অসুস্থ থাকাকালীন এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন স্ত্রী তাদিজা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দুসান বলেন, এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা এখন ভেবেছিল এ সব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেওয়া যাবে। কিন্তু তাতে লাভ হবে না।

গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভ্লাহোভিচের দল সার্বিয়াকে। তাদের হারিয়ে দেওয়া সুইজারল্যান্ড নকআউটে খেলবে পর্তুগালের বিপক্ষে।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/0fgx

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক!

আপডেট সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
মরুর বুকে প্রথম বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-২ গোল ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া। তবে এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে সার্বিয়ান জাতীয় দলের মধ্যে ফাটলের গুঞ্জন।

সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি।

ইংরেজ সাংবাদিক রিচার্ড উইলসনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ, তার সতীর্থ গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে দলের প্রশিক্ষণ শিবিরের সময় অবৈধ সম্পর্ক (পরকীয়া) করেছিলেন। এমনকি দুজন একসঙ্গে রাত্রিযাপন করেছেন।
তবে সুইজারল্যান্ড ম্যাচের আগে সব অভিযোগ অস্বীকার করে দুসান বলেন, এভাবে সাংবাদিক সম্মেলন শুরু করতে হওয়ায় দুঃখিত। কিন্তু এ ব্যাপারে কথা বলতেই হবে। কারণ আমার নামে নোংরা খবর ছড়ানো হচ্ছে।

ভ্লাহোভিচের দাবি, তার নাম নিয়ে ব্যান্ডেড করা হচ্ছে।

দুসান ভ্লাহোভিচ আরো বলেন, সাধারণত এ ধরনের খবর যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।
ভ্লাওভিচ যোগ করেন, প্রয়োজনে আমি আইনগতভাবে আমার নাম রক্ষা করতে প্রস্তুত। যা বলা হচ্ছে, তা মিথ্যা।

গত মাসে তার ছেলে গুরুতর অসুস্থ থাকাকালীন এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন স্ত্রী তাদিজা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দুসান বলেন, এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা এখন ভেবেছিল এ সব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেওয়া যাবে। কিন্তু তাতে লাভ হবে না।

গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভ্লাহোভিচের দল সার্বিয়াকে। তাদের হারিয়ে দেওয়া সুইজারল্যান্ড নকআউটে খেলবে পর্তুগালের বিপক্ষে।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/0fgx