ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিধ্বস্ত ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। ক্ষতিগ্রস্ত ভবন ও পাশের আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নাশকতা বা বিস্ফোরক দ্রব্যের কোন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি।

বিস্ফোরণের একদিন পরেও গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে সিদ্দিকবাজারের এই ভবনগুলোয় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। কুইন সেনিটারি মার্কেট নামে পরিচিত সাত তলা ভবন ও পাশের আরও দুটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। বিস্ফোরণে পাশের ভবনে থাকা ব্র্যাক ব্যাংক অফিসেও ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ (বুধবার) সকাল থেকে ভবনের নিচতলায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। র‌্যাবের ডগ স্কোয়াড নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করে তারা। ধবংসস্তুপ সরিয়ে প্রথমে ভবনের নিচের তলা ও বেসমেন্টে উদ্ধার কাজ করা হয়। পরে অন্য তলাতেও যায় উদ্ধারকর্মীরা। বিকেলে বেসমেন্টের ধ্বংসস্তুপ থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়।

ভবনের ধ্বংস্তুপে বিস্ফোরক জাতীয় কোন কিছুর আলামত পাওয়া যায়নি, গ্যাস জমে কিংবা অন্য কোন কারণে বিস্ফোরণ ঘটেছে বলে জানায় র‌্যাবের বিস্ফোরক দল।

রাজউক ও তিতাস গ্যাস কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে। গ্যাসের লাইনে লিকেজের আলামত মেলেনি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। রাজউক বলছে পুরনো এই ভবনটির কোন কাগজপত্র পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই ধরনের কোন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তারা।

বেলা ১২টার পর ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্ফোরণের প্রকৃত ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানান তিনি।

গোয়েন্দারাও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বিধ্বস্ত ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। ক্ষতিগ্রস্ত ভবন ও পাশের আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নাশকতা বা বিস্ফোরক দ্রব্যের কোন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি।

বিস্ফোরণের একদিন পরেও গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে সিদ্দিকবাজারের এই ভবনগুলোয় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। কুইন সেনিটারি মার্কেট নামে পরিচিত সাত তলা ভবন ও পাশের আরও দুটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। বিস্ফোরণে পাশের ভবনে থাকা ব্র্যাক ব্যাংক অফিসেও ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ (বুধবার) সকাল থেকে ভবনের নিচতলায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। র‌্যাবের ডগ স্কোয়াড নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করে তারা। ধবংসস্তুপ সরিয়ে প্রথমে ভবনের নিচের তলা ও বেসমেন্টে উদ্ধার কাজ করা হয়। পরে অন্য তলাতেও যায় উদ্ধারকর্মীরা। বিকেলে বেসমেন্টের ধ্বংসস্তুপ থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়।

ভবনের ধ্বংস্তুপে বিস্ফোরক জাতীয় কোন কিছুর আলামত পাওয়া যায়নি, গ্যাস জমে কিংবা অন্য কোন কারণে বিস্ফোরণ ঘটেছে বলে জানায় র‌্যাবের বিস্ফোরক দল।

রাজউক ও তিতাস গ্যাস কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে। গ্যাসের লাইনে লিকেজের আলামত মেলেনি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। রাজউক বলছে পুরনো এই ভবনটির কোন কাগজপত্র পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই ধরনের কোন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তারা।

বেলা ১২টার পর ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্ফোরণের প্রকৃত ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানান তিনি।

গোয়েন্দারাও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।