ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিধ্বস্ত গাজা আর বাসযোগ্য নেই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ইতোমধ্যে তীব্র মানবিক সংকটে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ভূখণ্ডটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা – ইউএনআরডব্লিউএ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ পোস্ট করে লেখেন, ‘উপকূলীয় এই অংশটি একসময় প্রাণবন্ত এক শহর ছিল। ধ্বংসযজ্ঞ এবং জনশূন্যতার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে।’

গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ২৩২ জনে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় আহত হয়েছেন আরও ৮৫ হাজার ৩৭ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

বিধ্বস্ত গাজা আর বাসযোগ্য নেই: জাতিসংঘ

আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ইতোমধ্যে তীব্র মানবিক সংকটে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ভূখণ্ডটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা – ইউএনআরডব্লিউএ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ পোস্ট করে লেখেন, ‘উপকূলীয় এই অংশটি একসময় প্রাণবন্ত এক শহর ছিল। ধ্বংসযজ্ঞ এবং জনশূন্যতার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে।’

গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ২৩২ জনে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় আহত হয়েছেন আরও ৮৫ হাজার ৩৭ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।