ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বিদেশিরা নয়, জনগণই ক্ষমতায় বসাতে পারে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / ৪৫৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারে না, ক্ষমতায় বসানোর মালিক এ দেশের জনগণ।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন এদেশের মানুষ কোন চাপের কাছে মাথা নত করবে না।

আজ বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োাজন করে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ছয় দফার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য ছয় দফা দিয়েছিলেন জাতির পিতা। যার মধ্যদিয়ে স্বাধীনতা অর্জিত হয়।

দীর্ঘ বক্তব্যে আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। সেই ভোটাধিকার আওয়ামী লীগই রক্ষা করবে।

বিএনপি’র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরি করে যারা ক্ষমতায় গিয়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা জাতির জন্য লজ্জার।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার কথা বলেন তিনি।

বিদ্যুৎ সংকট নিযয়ে প্রধানমন্ত্রী জানান নানা কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে দু’একদিনের মধ্যেই জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

নিউজটি শেয়ার করুন

‘বিদেশিরা নয়, জনগণই ক্ষমতায় বসাতে পারে’

আপডেট সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারে না, ক্ষমতায় বসানোর মালিক এ দেশের জনগণ।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন এদেশের মানুষ কোন চাপের কাছে মাথা নত করবে না।

আজ বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োাজন করে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ছয় দফার গুরুত্ব তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য ছয় দফা দিয়েছিলেন জাতির পিতা। যার মধ্যদিয়ে স্বাধীনতা অর্জিত হয়।

দীর্ঘ বক্তব্যে আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। সেই ভোটাধিকার আওয়ামী লীগই রক্ষা করবে।

বিএনপি’র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরি করে যারা ক্ষমতায় গিয়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা জাতির জন্য লজ্জার।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার কথা বলেন তিনি।

বিদ্যুৎ সংকট নিযয়ে প্রধানমন্ত্রী জানান নানা কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে দু’একদিনের মধ্যেই জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।