ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৬৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে, দেশের মানুষ আর তাদের ক্ষমতায় বসাবে না। এসময় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে জন্ম যাদের তারাই আজ গণতন্ত্র চায়। তারা নাকি গণতন্ত্রের জন্য লড়াই করে, সংগ্রাম করে। তারা বিদেশিদের কাছে নালিশ করে তাদের উপর নাকি অত্যাচার করা হয়। তারা মনে করে দেশের বাহিরে থেকে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।

তিনি বলেন, ক্ষমতায় এসে আমরা কোনো অত্যাচার করি নাই। অত্যাচার জিয়াউর রহমান ক্ষমতায় এসে করেছে। ৫৭৭ জন সেনা অফিসার কে জিয়াউর রহমান ক্ষমতায় এসে গুম করে, যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। সাদা মাইক্রোবাসে করে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের তুলে নেয়া হতো। যাদের তুলে নেয়া হতো তাদের কখনো আর খুঁজে পাওয়া যেত না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারে থাকাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকারে এসে এর কোনো প্রতিশোধ নেয়নি। তারা আমাদের সাথে যা করেছে তার যদি এক ভাগও আমরা করতাম, তাহলে ওদের খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা সেই প্রতিশোধের পথে যাইনি। আমরা মানুষের জন্য ন্যায়ের কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বিদেশে গিয়ে শুধু নালিশ করে। এটাই তাদের চরিত্র। তারা মনে করে বাইরের কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ অনেক সচেতন।

তিনি বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতায় যেতে পারিনি কারণ দেশের স্বার্থ বিলিয়ে বঙ্গবন্ধু মেয়ে ক্ষমতায় যেতে পারে না। তবে তখন ক্ষমতা না এলেও দেশের মানুষ তুলনামূলক চিত্র দেখতে পেয়েছে তারা ক্ষমতায় এসে কি অত্যাচার করেছে। তারা নির্বাচনে আসবে না, কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তারা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে, দেশের মানুষ আর তাদের ক্ষমতায় বসাবে না। এসময় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে জন্ম যাদের তারাই আজ গণতন্ত্র চায়। তারা নাকি গণতন্ত্রের জন্য লড়াই করে, সংগ্রাম করে। তারা বিদেশিদের কাছে নালিশ করে তাদের উপর নাকি অত্যাচার করা হয়। তারা মনে করে দেশের বাহিরে থেকে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।

তিনি বলেন, ক্ষমতায় এসে আমরা কোনো অত্যাচার করি নাই। অত্যাচার জিয়াউর রহমান ক্ষমতায় এসে করেছে। ৫৭৭ জন সেনা অফিসার কে জিয়াউর রহমান ক্ষমতায় এসে গুম করে, যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। সাদা মাইক্রোবাসে করে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের তুলে নেয়া হতো। যাদের তুলে নেয়া হতো তাদের কখনো আর খুঁজে পাওয়া যেত না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারে থাকাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকারে এসে এর কোনো প্রতিশোধ নেয়নি। তারা আমাদের সাথে যা করেছে তার যদি এক ভাগও আমরা করতাম, তাহলে ওদের খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা সেই প্রতিশোধের পথে যাইনি। আমরা মানুষের জন্য ন্যায়ের কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বিদেশে গিয়ে শুধু নালিশ করে। এটাই তাদের চরিত্র। তারা মনে করে বাইরের কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ অনেক সচেতন।

তিনি বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতায় যেতে পারিনি কারণ দেশের স্বার্থ বিলিয়ে বঙ্গবন্ধু মেয়ে ক্ষমতায় যেতে পারে না। তবে তখন ক্ষমতা না এলেও দেশের মানুষ তুলনামূলক চিত্র দেখতে পেয়েছে তারা ক্ষমতায় এসে কি অত্যাচার করেছে। তারা নির্বাচনে আসবে না, কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তারা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে।