ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজয়ী অনেকে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন : নসরুল হামিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে

স্বাগত বক্তব্য রাখছেন নসরুল হামিদ

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

সিআরআই’র ট্রাস্টি ও বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু স্বাগত বক্তব্যে বলেন, আজকে যারা এই আয়োজনে মনোনীত হয়েছেন, তারা কিন্তু অনেক দূর-দুরান্ত থেকে এসেছেন। তারা কিন্তু শহরের মতো এত সুযোগ- সুবিধা পান না। কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এত দুর্দান্ত কাজ করেছে, আমরা যারা শহরে বাস করি, তারা তাদের কাজ দেখলে শিহরিত হই। সত্যি একটা অদ্ভুত সাহস তাদের মধ্যে কাজ করেছে।

শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদেরকে (পদক বিজয়ীদের) শুধু বাংলাদেশ না, সাড়া বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।

নসরুল হামিদ আরো বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। এটি সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা– ‘আমরা বাংলাদেশের সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই’। এখানে ধর্মের কোনও ভেদাভেদ থাকবে না। আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং সারাবিশ্বের কাছে একটি উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমরা সবাই এই প্ল্যাটফর্মে হাজারো তরুণ-তরুণীদের সহযোগিতা করছি। সবাই মিলে আমাদের যে স্বপ্ন— ২০৪১ সালের মধ্যে উন্নত সোনার বাংলাদেশ গড়বো একসঙ্গে।’

উল্লেখ্য, ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে শুরু হয়েছে এই আয়োজন। এতে উপস্থিত আছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ১০ জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেবেন।

নিউজটি শেয়ার করুন

বিজয়ী অনেকে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন : নসরুল হামিদ

আপডেট সময় : ০৫:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

সিআরআই’র ট্রাস্টি ও বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু স্বাগত বক্তব্যে বলেন, আজকে যারা এই আয়োজনে মনোনীত হয়েছেন, তারা কিন্তু অনেক দূর-দুরান্ত থেকে এসেছেন। তারা কিন্তু শহরের মতো এত সুযোগ- সুবিধা পান না। কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এত দুর্দান্ত কাজ করেছে, আমরা যারা শহরে বাস করি, তারা তাদের কাজ দেখলে শিহরিত হই। সত্যি একটা অদ্ভুত সাহস তাদের মধ্যে কাজ করেছে।

শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদেরকে (পদক বিজয়ীদের) শুধু বাংলাদেশ না, সাড়া বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।

নসরুল হামিদ আরো বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। এটি সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা– ‘আমরা বাংলাদেশের সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই’। এখানে ধর্মের কোনও ভেদাভেদ থাকবে না। আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং সারাবিশ্বের কাছে একটি উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমরা সবাই এই প্ল্যাটফর্মে হাজারো তরুণ-তরুণীদের সহযোগিতা করছি। সবাই মিলে আমাদের যে স্বপ্ন— ২০৪১ সালের মধ্যে উন্নত সোনার বাংলাদেশ গড়বো একসঙ্গে।’

উল্লেখ্য, ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে শুরু হয়েছে এই আয়োজন। এতে উপস্থিত আছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ১০ জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেবেন।