ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিকাশ এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / ৪৮২ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় বিকাশ এজেন্টের পায়ে গুলি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বিকাশ এজেন্ট তারিকুল ইসলাম মোবারক (৩২) এর পায়ে গুলি করে ৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তারিকুর ইসলাম মোবারক উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা ও বিকাশ ব্যবসায়ী।

মোবারকের স্বজনরা জানায়, বিকাশ এজেন্ট মোবারক উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে তার ব্যবসায়িক টাকা উঠিয়ে একটি ব্যাগে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তিনি চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে চেপে পাঁচজন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং টাকার ব্যাগটি কেড়ে নেয়।

টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সময় তারিকুল ইসলাম মোবারক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীদের মধ্যে একজন তার পায়ে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে রাতেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেইসাথে মোবারকের জখম হওয়া জায়গায় গুলি আছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে ।

বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

বিকাশ এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বিকাশ এজেন্ট তারিকুল ইসলাম মোবারক (৩২) এর পায়ে গুলি করে ৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তারিকুর ইসলাম মোবারক উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা ও বিকাশ ব্যবসায়ী।

মোবারকের স্বজনরা জানায়, বিকাশ এজেন্ট মোবারক উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে তার ব্যবসায়িক টাকা উঠিয়ে একটি ব্যাগে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তিনি চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে চেপে পাঁচজন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং টাকার ব্যাগটি কেড়ে নেয়।

টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সময় তারিকুল ইসলাম মোবারক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীদের মধ্যে একজন তার পায়ে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে রাতেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেইসাথে মোবারকের জখম হওয়া জায়গায় গুলি আছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে ।

বা/খ:জই