ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি হলো শীতের পাখি: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধি : 
বিএনপিকে শীতের পাখি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপিও তেমন পুঁটি মাছের মতো সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।

তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় সমাবেশের তিন আগে থেকে সেখানে পিকনিক শুরু করে দেন বিএনপি নেতাকর্মীরা। ওই সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক করেছেন তারা। সমাবেশে ঘিরে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সাহেব বলেছেন, আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনি বারবার বলছেন খেলা হবে। গতবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সেসময় রমেশ চন্দ্র একাই আপনাকে আউট করেছিলেন। শুধু একবার না, আপনাকে পাঁচবার পরাজিত করেছেন তিনি। এবারও এমনভাবে পরাজিত হবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলবো না। এখন থেকে আপনাদের সঙ্গে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারে।

মন্ত্রী আরো বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলতেছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলব না। ছাত্রলীগ আপনাদের খেলবে। আমরা সবার সাথে খেলি না।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।

উল্লেখ্য, ১০ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলটি ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সম্ভাবনা আছে। দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল যা ২০১৪ সালের ১৪ অক্টোবর কমিটির অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

বিএনপি হলো শীতের পাখি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

দিনাজপুর প্রতিনিধি : 
বিএনপিকে শীতের পাখি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপিও তেমন পুঁটি মাছের মতো সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।

তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় সমাবেশের তিন আগে থেকে সেখানে পিকনিক শুরু করে দেন বিএনপি নেতাকর্মীরা। ওই সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক করেছেন তারা। সমাবেশে ঘিরে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সাহেব বলেছেন, আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনি বারবার বলছেন খেলা হবে। গতবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সেসময় রমেশ চন্দ্র একাই আপনাকে আউট করেছিলেন। শুধু একবার না, আপনাকে পাঁচবার পরাজিত করেছেন তিনি। এবারও এমনভাবে পরাজিত হবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলবো না। এখন থেকে আপনাদের সঙ্গে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারে।

মন্ত্রী আরো বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলতেছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলব না। ছাত্রলীগ আপনাদের খেলবে। আমরা সবার সাথে খেলি না।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।

উল্লেখ্য, ১০ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলটি ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সম্ভাবনা আছে। দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল যা ২০১৪ সালের ১৪ অক্টোবর কমিটির অনুমোদন দেওয়া হয়।