ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বানারীপাড়ায় শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া সেই বিএনপি নেতা বহিস্কার

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ৪১৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় ১১ মাস বয়সী শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার অনুমতিক্রমে সদস্য সচিব মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। রফিকুল ইসলামকে দেওয়া বহিস্কারাদেশের ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আপনাকে বহিস্কার করা হল।

প্রসঙ্গত রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর (শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলামের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন।

সকাল সাড়ে ১০ টার দিকে ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান রফিকুল ইসলাম শিশুটির মুখমেহন করছেন। এসময় তিনি চিৎকার দিলে লম্পট রফিক দৌঁড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান। পরে ঘটনা এলাকায় জানাজানি হলে এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে আসামীকে বরিশাল আদালতে পাঠানো হয়। ‘বানারীপাড়ায় ‘শিশু নাতিকে বলাৎকার চেষ্টার অভিযোগে লম্পট বিএনপি নেতা গ্রেফতার’ শিরোণামে ঘৃণিত ও ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে প্রকাশিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিন্দার ঝড় ওঠে।

এরফলেই তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

বানারীপাড়ায় শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া সেই বিএনপি নেতা বহিস্কার

আপডেট সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

বরিশালের বানারীপাড়ায় ১১ মাস বয়সী শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার অনুমতিক্রমে সদস্য সচিব মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। রফিকুল ইসলামকে দেওয়া বহিস্কারাদেশের ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আপনাকে বহিস্কার করা হল।

প্রসঙ্গত রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর (শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলামের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন।

সকাল সাড়ে ১০ টার দিকে ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান রফিকুল ইসলাম শিশুটির মুখমেহন করছেন। এসময় তিনি চিৎকার দিলে লম্পট রফিক দৌঁড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান। পরে ঘটনা এলাকায় জানাজানি হলে এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে আসামীকে বরিশাল আদালতে পাঠানো হয়। ‘বানারীপাড়ায় ‘শিশু নাতিকে বলাৎকার চেষ্টার অভিযোগে লম্পট বিএনপি নেতা গ্রেফতার’ শিরোণামে ঘৃণিত ও ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে প্রকাশিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিন্দার ঝড় ওঠে।

এরফলেই তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।

বাখ//আর