ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বজ্রপাতে ৫ জেলায় ৯ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪৫৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা সংবাদদাতা: দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নরসিংদীতে এক নারীসহ ৪ জন, পাবনায় ২ জন এবং নেত্রকোণা, পটুয়াখালী ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন। আজ (মঙ্গলবার) বজ্রপাতে তারা মারা যান। নিহতের পর স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে।

নরসিংদীর নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫) ও শিবপুরের সাধারচরের খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌঁছামাত্র বজ্রপাতে মারা যান মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের রায়হান মিয়া। পরে স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।

এদিকে, পটুয়াখালীর দশমিনায় ফসলের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে।

পাবনায় বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় আরও ১৪জন বজ্রপাতে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

এছাড়া নেত্রকোণার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার কোদালপুরে বজ্রপাতে মাইনউদ্দিন (৩৮) নামে একজন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

বজ্রপাতে ৫ জেলায় ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

জেলা সংবাদদাতা: দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নরসিংদীতে এক নারীসহ ৪ জন, পাবনায় ২ জন এবং নেত্রকোণা, পটুয়াখালী ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন। আজ (মঙ্গলবার) বজ্রপাতে তারা মারা যান। নিহতের পর স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে।

নরসিংদীর নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫) ও শিবপুরের সাধারচরের খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌঁছামাত্র বজ্রপাতে মারা যান মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের রায়হান মিয়া। পরে স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।

এদিকে, পটুয়াখালীর দশমিনায় ফসলের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে।

পাবনায় বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় আরও ১৪জন বজ্রপাতে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

এছাড়া নেত্রকোণার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার কোদালপুরে বজ্রপাতে মাইনউদ্দিন (৩৮) নামে একজন মারা গেছেন।