ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিমের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের করে একটি বিশাল শোডাউন দেখা যায়।

এই সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমার বাবা আট মাস কারাবন্দি ছিলেন। অসংখ্য মানুষ ওনাকে স্মরণ করেছেন। আজকে ওনার (হাজী সেলিম) জনপ্রিয়তার কারণে অনেক সমালোচনা হয়।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে যে রায় এসেছে সেই রায় আমরা চূড়ান্ত শুনানি করে, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে দীর্ঘ আট মাস পরে আজকে আমাদের জন্য একটি কালো সময় শেষ হলো। আমরা এখান থেকে প্রতিশ্রুতি জানাতে চাই, আমাদের দীর্ঘদিনের অনুপস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৭ আসনে জামায়াত-বিএনপির কার্যক্রম গতিশীল হচ্ছিল। তাদের (বিএনপি-জামায়াত) রুখে দিতে হাজী সেলিম এখন থেকে সশরীরে মাঠে থাকবে।

শেখ হাসিনার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আন্দোলন, সংগ্রামে তিনি (হাজী সেলিম) আগের মতো রাজপথে থাকবেন, বলেন সোলায়মান সেলিম।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিমের শ্রদ্ধা

আপডেট সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের করে একটি বিশাল শোডাউন দেখা যায়।

এই সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমার বাবা আট মাস কারাবন্দি ছিলেন। অসংখ্য মানুষ ওনাকে স্মরণ করেছেন। আজকে ওনার (হাজী সেলিম) জনপ্রিয়তার কারণে অনেক সমালোচনা হয়।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে যে রায় এসেছে সেই রায় আমরা চূড়ান্ত শুনানি করে, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে দীর্ঘ আট মাস পরে আজকে আমাদের জন্য একটি কালো সময় শেষ হলো। আমরা এখান থেকে প্রতিশ্রুতি জানাতে চাই, আমাদের দীর্ঘদিনের অনুপস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৭ আসনে জামায়াত-বিএনপির কার্যক্রম গতিশীল হচ্ছিল। তাদের (বিএনপি-জামায়াত) রুখে দিতে হাজী সেলিম এখন থেকে সশরীরে মাঠে থাকবে।

শেখ হাসিনার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আন্দোলন, সংগ্রামে তিনি (হাজী সেলিম) আগের মতো রাজপথে থাকবেন, বলেন সোলায়মান সেলিম।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।