ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ব্রিজ ধ্বসে ৩ জনের মৃত্যু : আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ করার সময় ব্রিজের মাটি ধ্বসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।  আর এই ঘটনায় আহত হয়েছে ৪ জন। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মোঃ অন্তর(২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর(২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মোঃ জাবের(২৮)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের কাজ করছিলো। এ সময় ব্রিজের শ্রমিকরা ব্রিজের ক্যাপের রডস বাঁধাইয়ের কাজ করার সময় ব্রিজের পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  আর এ ঘটনা এই আহত হয় চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পরেই খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় মাটি সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ব্রিজে কর্মরত কর্মরত শ্রমিক সরদার জানান, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিলো ।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত । তবে এ কাজে কোন ত্রুটি কিংবা কোন বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের টিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার একটি ব্রিজের কাজ পায়। ব্রিজের দরপত্র মূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ব্রিজ ধ্বসে ৩ জনের মৃত্যু : আহত ৪

আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ করার সময় ব্রিজের মাটি ধ্বসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।  আর এই ঘটনায় আহত হয়েছে ৪ জন। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মোঃ অন্তর(২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর(২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মোঃ জাবের(২৮)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের কাজ করছিলো। এ সময় ব্রিজের শ্রমিকরা ব্রিজের ক্যাপের রডস বাঁধাইয়ের কাজ করার সময় ব্রিজের পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  আর এ ঘটনা এই আহত হয় চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পরেই খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় মাটি সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ব্রিজে কর্মরত কর্মরত শ্রমিক সরদার জানান, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিলো ।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত । তবে এ কাজে কোন ত্রুটি কিংবা কোন বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের টিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার একটি ব্রিজের কাজ পায়। ব্রিজের দরপত্র মূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।