ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রশ্নফাঁসে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত, ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে

পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল আজ (শুক্রবার) বিকালে। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় জানানো হয়নি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালবাগ বিভাগের গোয়েন্দা টিম তাদের আটক করে। গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দারা জানান, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় জানা যায়নি। আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

বিমানের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগের জন্য ২১ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এ জনবল নিয়োগের জন্য আজ বিকাল ৩টায় পরীক্ষার সময় নির্ধারণ ছিল। কিন্তু পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করে বিমান। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরায় পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

বিনা নোটিশে পরীক্ষা স্থগিতের ঘটনায় রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করেন এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা।উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আট শতাধিক চাকরিপ্রার্থী পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা চলা অবরোধে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধকারী চাকরিপ্রার্থীরা বলেন, বিকাল ৩টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আমাদের একটি নিয়োগ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে জানতে পারি পরীক্ষা নেওয়া হবে না। কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। অথচ আমরা অনেকেই ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছি।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা সড়কে অবস্থান নিয়েছি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, আজ ৩টা থেকে নওয়াব হাবিবুল্লাহ স্কুলে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা রাস্তার পাশে অবস্থান নেয়। আমরা কথা বলে তাদেরকে বাড়ি ফিরে যেতে সহযোগিতা করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

প্রশ্নফাঁসে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত, ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

আপডেট সময় : ১১:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল আজ (শুক্রবার) বিকালে। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় জানানো হয়নি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালবাগ বিভাগের গোয়েন্দা টিম তাদের আটক করে। গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দারা জানান, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় জানা যায়নি। আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

বিমানের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগের জন্য ২১ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এ জনবল নিয়োগের জন্য আজ বিকাল ৩টায় পরীক্ষার সময় নির্ধারণ ছিল। কিন্তু পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করে বিমান। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরায় পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

বিনা নোটিশে পরীক্ষা স্থগিতের ঘটনায় রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করেন এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা।উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আট শতাধিক চাকরিপ্রার্থী পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা চলা অবরোধে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধকারী চাকরিপ্রার্থীরা বলেন, বিকাল ৩টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আমাদের একটি নিয়োগ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে জানতে পারি পরীক্ষা নেওয়া হবে না। কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। অথচ আমরা অনেকেই ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছি।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা সড়কে অবস্থান নিয়েছি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, আজ ৩টা থেকে নওয়াব হাবিবুল্লাহ স্কুলে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা রাস্তার পাশে অবস্থান নেয়। আমরা কথা বলে তাদেরকে বাড়ি ফিরে যেতে সহযোগিতা করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।