ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

প্রধানমন্ত্রী মনে করেন জনগণই সকল ক্ষমতার মালিক : ডেপুটি স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা প্রতিনিধি : 
সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু বলেন, ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে আসছে। সব খাতে ডিজিটালাইজেশন হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান তুলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) পাবনা জেলার বেড়া উপজেলা চত্ত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী নেতারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম। আজ ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগণ এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে।

তিনি আরো বলেন, ব্যাংকিং সেবা, কেনাবেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সব ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে। আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে। এতে বিভ্রান্তি ও জঙ্গিবাদ দূর হচ্ছে।

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতার মত শেখ হাসিনাও জনগণের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন জনগণই সকল ক্ষমতার মালিক। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগণের পাশে থাকতে হবে। ‘

ওই মেলায় তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবার প্রদর্শনী এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/rp5s

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী মনে করেন জনগণই সকল ক্ষমতার মালিক : ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৮:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

পাবনা প্রতিনিধি : 
সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু বলেন, ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে আসছে। সব খাতে ডিজিটালাইজেশন হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান তুলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) পাবনা জেলার বেড়া উপজেলা চত্ত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী নেতারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম। আজ ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগণ এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে।

তিনি আরো বলেন, ব্যাংকিং সেবা, কেনাবেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সব ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে। আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে। এতে বিভ্রান্তি ও জঙ্গিবাদ দূর হচ্ছে।

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতার মত শেখ হাসিনাও জনগণের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন জনগণই সকল ক্ষমতার মালিক। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগণের পাশে থাকতে হবে। ‘

ওই মেলায় তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবার প্রদর্শনী এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/rp5s