ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পৃথিবীতে আমার কেউ নেই !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৪৮২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদক, ফরিদপুর :

পৃথিবীতে আমার কেউ নেই। তাই দুই এতিম বাচ্চার জন‍্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। বিউটি বেগম নামে এই মহিলাকে রবিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ভিক্ষা করতে দেখা যায়।

একটি বাচ্চা মায়ের কোলে ঘুমাছে অন‍্য বাচ্চাটি পাশেই দৌড়ারাছে। বিউটি বেগমের কাছে গেলাম এবং
কয়েকটি টাকা দিলাম। টাকা দিয়ে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় এবং  এই শিশু বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন। বিউটি বেগম জানালো, পিতার বাড়ি গোপালগঞ্জ জিরমলার মোকসেদপুর উপজেলায় এবং  স্বামীর বাড়ি ফরিদপুর জিলার সালথা উপজেলায়। কোলে থাকা বাচ্চাটিকে দেখিয়ে সে বললো, ‘দেখছেন, ও যখন তিন মাসের পেটে তখন আমার স্বামী মারা যায়। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির কেউ দেখেনা। তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি এবং সংসার চালাচ্ছি। এই দুই শিশু বাচ্চা নিয়ে কেউ কাজ দিচ্ছে না। আমার  বড় ছেলের বয়স পাচ বছর, মেয়েটি বয়স এক বছর হলো।’
বিউটি বেগম আরো বলেন, ভিক্ষার জন‍্য গেলে অনেকে অনেক কথা বলে। আমাদের মানুষ মনে করেনা কেউ, কারন আমারা গরীব ভিক্ষা করি। আমার জীবন অনেক কষ্টের জীবন তা আপনারা অনুভব করতে পারবেন না।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

পৃথিবীতে আমার কেউ নেই !

আপডেট সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

বিশেষ প্রতিবেদক, ফরিদপুর :

পৃথিবীতে আমার কেউ নেই। তাই দুই এতিম বাচ্চার জন‍্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। বিউটি বেগম নামে এই মহিলাকে রবিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ভিক্ষা করতে দেখা যায়।

একটি বাচ্চা মায়ের কোলে ঘুমাছে অন‍্য বাচ্চাটি পাশেই দৌড়ারাছে। বিউটি বেগমের কাছে গেলাম এবং
কয়েকটি টাকা দিলাম। টাকা দিয়ে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় এবং  এই শিশু বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন। বিউটি বেগম জানালো, পিতার বাড়ি গোপালগঞ্জ জিরমলার মোকসেদপুর উপজেলায় এবং  স্বামীর বাড়ি ফরিদপুর জিলার সালথা উপজেলায়। কোলে থাকা বাচ্চাটিকে দেখিয়ে সে বললো, ‘দেখছেন, ও যখন তিন মাসের পেটে তখন আমার স্বামী মারা যায়। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির কেউ দেখেনা। তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি এবং সংসার চালাচ্ছি। এই দুই শিশু বাচ্চা নিয়ে কেউ কাজ দিচ্ছে না। আমার  বড় ছেলের বয়স পাচ বছর, মেয়েটি বয়স এক বছর হলো।’
বিউটি বেগম আরো বলেন, ভিক্ষার জন‍্য গেলে অনেকে অনেক কথা বলে। আমাদের মানুষ মনে করেনা কেউ, কারন আমারা গরীব ভিক্ষা করি। আমার জীবন অনেক কষ্টের জীবন তা আপনারা অনুভব করতে পারবেন না।
বা/খ: জই