ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না: ইশরাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির বিদেশবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির দিনে আওয়ামী লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের (আওয়ামী লীগ) সেই শান্তি সমাবেশ হয় পুলিশ পাহারায়। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৪ মার্চ ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা হয়।

তিনি বলেন, সরকারের তথাকথিত শান্তি সমাবেশও করতে হয় পুলিশ প্রহরায়। কারণ সরকার গঠন হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল দিয়ে। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

ইশরাক বলেন, আমরা সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতেই ভয় পেয়ে সরকার উল্টা-পাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে তখন তারা চোখে সরষে ফুল দেখবে। সময় থাকতে ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না।

বিএনপির এই নেতা বলেন, আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। তারা আগুন সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়। আর কত মানুষ মারবেন। আপনাদের হাত রক্তে রঞ্জিত। আমরা প্রস্তুত আরও রক্ত দিতে। তবুও এদেশ থেকে জালিম শাহী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

এসময় সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম এ সাহেদ মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/6x38

নিউজটি শেয়ার করুন

পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না: ইশরাক

আপডেট সময় : ০৯:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির বিদেশবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির দিনে আওয়ামী লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের (আওয়ামী লীগ) সেই শান্তি সমাবেশ হয় পুলিশ পাহারায়। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৪ মার্চ ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা হয়।

তিনি বলেন, সরকারের তথাকথিত শান্তি সমাবেশও করতে হয় পুলিশ প্রহরায়। কারণ সরকার গঠন হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল দিয়ে। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

ইশরাক বলেন, আমরা সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতেই ভয় পেয়ে সরকার উল্টা-পাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে তখন তারা চোখে সরষে ফুল দেখবে। সময় থাকতে ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না।

বিএনপির এই নেতা বলেন, আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। তারা আগুন সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়। আর কত মানুষ মারবেন। আপনাদের হাত রক্তে রঞ্জিত। আমরা প্রস্তুত আরও রক্ত দিতে। তবুও এদেশ থেকে জালিম শাহী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

এসময় সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম এ সাহেদ মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/6x38