ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুত্রের সমাবর্তন থেকে বাড়ি ফেরা হলনা না মুক্তিযোদ্ধা পিতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি :

ছেলের সমাবর্তন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুরের মঠবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অবিনাশ মিত্র (৬৫) নিহত হয়েছেন। এসময় মঠবাড়িয়ার জামাতা ওসি ফোরকান আহম্মেদ সহ ২০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে মঠবাড়িয়া চরখালী সড়কের খান সাহেবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবিনাশ মিত্রের বাড়ি উপজেলার আংগুলকাটা গ্রামে। তিনি পৌর শহরের আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওই বাসে থাকা আহত ওসি ফোরকান আহম্মেদ অভিযোগ করেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই রাতে কোন ডাক্তার পাওয়া যায়নি। শেষ রাতের দিকে আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কেউ আসেননি। তিনি আরও জানান, বাসের চালক অসুস্থ হয়ে পিছনের সিটে শুয়ে থেকে হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছিলো। সকল যাত্রীদের নিষেধ উপেক্ষা করে হেলপারই বাসটি চালাচ্ছিলো।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধা অবিনাশ তার স্ত্রী সহকারী শিক্ষিকা সাথী রায়কে নিয়ে রবিবার রাতে ইমা পরিবহন নামে একটি বাসে ঢাকা থেকে মঠবাড়ীয়ায় ফিরছিলেন। মঠবাড়ীয়া শহর থেকে দুই কিলোমিটার উত্তরে মিঠাখালী খান সাহেবের বাড়ির সামনের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র মারা যান।

তিনি আরও জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

পুত্রের সমাবর্তন থেকে বাড়ি ফেরা হলনা না মুক্তিযোদ্ধা পিতার

আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি :

ছেলের সমাবর্তন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুরের মঠবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অবিনাশ মিত্র (৬৫) নিহত হয়েছেন। এসময় মঠবাড়িয়ার জামাতা ওসি ফোরকান আহম্মেদ সহ ২০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে মঠবাড়িয়া চরখালী সড়কের খান সাহেবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবিনাশ মিত্রের বাড়ি উপজেলার আংগুলকাটা গ্রামে। তিনি পৌর শহরের আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওই বাসে থাকা আহত ওসি ফোরকান আহম্মেদ অভিযোগ করেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই রাতে কোন ডাক্তার পাওয়া যায়নি। শেষ রাতের দিকে আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কেউ আসেননি। তিনি আরও জানান, বাসের চালক অসুস্থ হয়ে পিছনের সিটে শুয়ে থেকে হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছিলো। সকল যাত্রীদের নিষেধ উপেক্ষা করে হেলপারই বাসটি চালাচ্ছিলো।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধা অবিনাশ তার স্ত্রী সহকারী শিক্ষিকা সাথী রায়কে নিয়ে রবিবার রাতে ইমা পরিবহন নামে একটি বাসে ঢাকা থেকে মঠবাড়ীয়ায় ফিরছিলেন। মঠবাড়ীয়া শহর থেকে দুই কিলোমিটার উত্তরে মিঠাখালী খান সাহেবের বাড়ির সামনের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র মারা যান।

তিনি আরও জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

 

বা/খ: জই