ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানের মাটিতে টাইগার যুবাদের সিরিজ জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক  : 
মুলতানে তৃতীয় ও শেষ একদিবসীয় ম্যাচ জিতে স্বাগতিক পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পারভেজ রহমান জীবনের অলরাউন্ড পারফরম্যান্সে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে জুনিয়র টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে গিয়েই হারতে হয় তাদের।

আগের দুই ম্যাচে উভয় দল একটি করে জয় পাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। বৃষ্টির কারণে ঘন্টাখানেক দেরীতে শুরু হওয়া ম্যাচ। বেশ কয়েক পরিবর্তন নিয়ে মাঠে নামে উভয় দল, আগের দুই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার মারুফ মৃধা হাতের ইঞ্জুরিতে সাইডলাইনে জায়গা করে নেন।

শেষ ম্যাচে আর তা হতে দেয়নি টাইগার যুবারা। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা।

সোমবার (১৪ নভেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে নামার আগেই শুরু হয় বৃষ্টি। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে করে ২২০ রান। জবাব দিতে নেমে তিন ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ তৈয়ব আরিফ। এছাড়া উজাইর মুমতাজ ৩৪ ও আরাফাত মিনহাস ৪৩ রানের ইনিংস খেলে দলকে মাঝারি সংগ্রহ এনে দেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১১৩ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তবে একপ্রান্তে একাই লড়ে যান উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান। ১১ চার ও ২ ছক্কায় ৭৪ বলে করেন খেলেন ৭২ রানের ইনিংস। এরপর ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক আহরার ও অলরাউন্ডার পারভেজ। আহরার ৫২ রান করে বিদায় নিলে বাকি কাজ সম্পন্ন করেন পারভেজ। পাঁচ চার ও এক ছক্কায় ৫৯ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।

তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের আশিকুর রহমান শিবলী, তিন ইনিংসে ৯২ স্ট্রাইক রেটে তিনি ১৮৮ রান করেছেন। বোলিংয়ে দুই ম্যাচ খেলা মারুফ মৃধা এবং সবকটি ম্যাচ খেলা বাংলাদেশের রাফি ও পাকিস্তানের জিশান ৬ উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের আরাফাত মিনহাজ।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের মাটিতে টাইগার যুবাদের সিরিজ জয়

আপডেট সময় : ১২:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক  : 
মুলতানে তৃতীয় ও শেষ একদিবসীয় ম্যাচ জিতে স্বাগতিক পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পারভেজ রহমান জীবনের অলরাউন্ড পারফরম্যান্সে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে জুনিয়র টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে গিয়েই হারতে হয় তাদের।

আগের দুই ম্যাচে উভয় দল একটি করে জয় পাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। বৃষ্টির কারণে ঘন্টাখানেক দেরীতে শুরু হওয়া ম্যাচ। বেশ কয়েক পরিবর্তন নিয়ে মাঠে নামে উভয় দল, আগের দুই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার মারুফ মৃধা হাতের ইঞ্জুরিতে সাইডলাইনে জায়গা করে নেন।

শেষ ম্যাচে আর তা হতে দেয়নি টাইগার যুবারা। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা।

সোমবার (১৪ নভেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে নামার আগেই শুরু হয় বৃষ্টি। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে করে ২২০ রান। জবাব দিতে নেমে তিন ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ তৈয়ব আরিফ। এছাড়া উজাইর মুমতাজ ৩৪ ও আরাফাত মিনহাস ৪৩ রানের ইনিংস খেলে দলকে মাঝারি সংগ্রহ এনে দেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১১৩ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তবে একপ্রান্তে একাই লড়ে যান উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান। ১১ চার ও ২ ছক্কায় ৭৪ বলে করেন খেলেন ৭২ রানের ইনিংস। এরপর ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক আহরার ও অলরাউন্ডার পারভেজ। আহরার ৫২ রান করে বিদায় নিলে বাকি কাজ সম্পন্ন করেন পারভেজ। পাঁচ চার ও এক ছক্কায় ৫৯ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।

তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের আশিকুর রহমান শিবলী, তিন ইনিংসে ৯২ স্ট্রাইক রেটে তিনি ১৮৮ রান করেছেন। বোলিংয়ে দুই ম্যাচ খেলা মারুফ মৃধা এবং সবকটি ম্যাচ খেলা বাংলাদেশের রাফি ও পাকিস্তানের জিশান ৬ উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের আরাফাত মিনহাজ।