ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানের নতুন কোচ ব্র্যাডবার্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। শনিবার (১৩ই মে) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করা ব্র্যাডবার্নকে দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্র্যাডবার্নকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি পান ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব। ওই সিরিজে ৪-১ ব্যবধানে জয়ে ইতিহাসে প্রথমবার ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ব্র্যাডবার্ন বলেছেন, ‘দারুণ প্রতিভাবান এবং দক্ষতাসম্পন্ন পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে কাজ করতে পারা আমার জন্য দারুণ সম্মানের।’

ব্র্যাডবার্নের অভিজ্ঞতা পাকিস্তান দলকে সমৃদ্ধ করবে জানিয়ে পিসিবি সভাপতি বলেছেন, ‘মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর ব্র্যাডবার্নকে নিয়ে আসা আমাদের যোগ্য কোচিং প্যানেল গড়ার যে প্রচেষ্টা, তাকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের নতুন কোচ ব্র্যাডবার্ন

আপডেট সময় : ০৮:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। শনিবার (১৩ই মে) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করা ব্র্যাডবার্নকে দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্র্যাডবার্নকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি পান ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব। ওই সিরিজে ৪-১ ব্যবধানে জয়ে ইতিহাসে প্রথমবার ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ব্র্যাডবার্ন বলেছেন, ‘দারুণ প্রতিভাবান এবং দক্ষতাসম্পন্ন পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে কাজ করতে পারা আমার জন্য দারুণ সম্মানের।’

ব্র্যাডবার্নের অভিজ্ঞতা পাকিস্তান দলকে সমৃদ্ধ করবে জানিয়ে পিসিবি সভাপতি বলেছেন, ‘মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর ব্র্যাডবার্নকে নিয়ে আসা আমাদের যোগ্য কোচিং প্যানেল গড়ার যে প্রচেষ্টা, তাকে আরেক ধাপ এগিয়ে নেবে।’