ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৬ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৯ মি. ইফতার ৬:১০ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৪০ মি. ইফতার ৬:২৩ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:১৯ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৫ মি. ইফতার ৬:১৬ মি. :: সিলেটে সেহেরি ৪:২৭ মি. ইফতার ৬:১০ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:২১ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৬ মি. ::::

পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

বৃষ্টির কারণে আরও একটি ম্যাচ বাতিল ঘোষণা করতে হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি। একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।

মেলবোর্নে  শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ে জানিয়ে দেয়া হয়েছিল, বৃষ্টির কারণে টস করতে বিলম্ব হবে। বৃষ্টির তোড় এরপর ক্ষণে ক্ষণে বাড়ছিল। উইকেট ত্রিপলে ঢেকে দেয়ার পর কিছুক্ষণ আগে বোলিং রানআপও ঢেকে দেয়া হয়।

এর আগেও সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেনি আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ওই ম্যাচেও টস হয়নি এবং একটি বলও মাঠে গড়ায়নি। সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো।

মাঝে একবার বৃষ্টি বন্ধ হয়। উইকেটের ওপর থেকে কভার সরিয়ে ফেলা হয়। দুই দল হালকা ওয়ার্মআপেও মাঠে নামে। কিন্তু সেটা অল্প কিছুক্ষণের জন্য। এরপরই আবার বৃষ্টি নামে। যেটা আর বন্ধ হয়নি। যার ফলে খেলাও বাতিল করা হয়। বৃষ্টিতে ভিজে মাঠে আসা আফগান দর্শকদের খেলা না দেখেই ফিরতে হচ্ছে।

আফগানিস্তানের একটি ম্যাচ এরমধ্যেই বৃষ্টিতে বাতিল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তারা মাঠেই নামতে পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত করা হয় বৃষ্টির কারণে। আর সেই দিন বৃষ্টি আইনে শক্তিশালী ইংল্যান্ডকে ৫ রান হারিয়েছিলো আয়ারল্যান্ড। গ্রুপ: ১ এ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান আইরিশদের। অন্যদিকে গ্রুপে বাকী সব দলের সমান ২ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় তিন নম্বরে শ্রীলঙ্কা, চার নম্বরে ইংল্যান্ড, পাঁচ নম্বরে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ছয় নম্বরে আফগানিস্তান।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/x5is

নিউজটি শেয়ার করুন

পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

আপডেট সময় : ১২:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

বৃষ্টির কারণে আরও একটি ম্যাচ বাতিল ঘোষণা করতে হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি। একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।

মেলবোর্নে  শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ে জানিয়ে দেয়া হয়েছিল, বৃষ্টির কারণে টস করতে বিলম্ব হবে। বৃষ্টির তোড় এরপর ক্ষণে ক্ষণে বাড়ছিল। উইকেট ত্রিপলে ঢেকে দেয়ার পর কিছুক্ষণ আগে বোলিং রানআপও ঢেকে দেয়া হয়।

এর আগেও সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেনি আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ওই ম্যাচেও টস হয়নি এবং একটি বলও মাঠে গড়ায়নি। সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো।

মাঝে একবার বৃষ্টি বন্ধ হয়। উইকেটের ওপর থেকে কভার সরিয়ে ফেলা হয়। দুই দল হালকা ওয়ার্মআপেও মাঠে নামে। কিন্তু সেটা অল্প কিছুক্ষণের জন্য। এরপরই আবার বৃষ্টি নামে। যেটা আর বন্ধ হয়নি। যার ফলে খেলাও বাতিল করা হয়। বৃষ্টিতে ভিজে মাঠে আসা আফগান দর্শকদের খেলা না দেখেই ফিরতে হচ্ছে।

আফগানিস্তানের একটি ম্যাচ এরমধ্যেই বৃষ্টিতে বাতিল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তারা মাঠেই নামতে পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত করা হয় বৃষ্টির কারণে। আর সেই দিন বৃষ্টি আইনে শক্তিশালী ইংল্যান্ডকে ৫ রান হারিয়েছিলো আয়ারল্যান্ড। গ্রুপ: ১ এ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান আইরিশদের। অন্যদিকে গ্রুপে বাকী সব দলের সমান ২ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় তিন নম্বরে শ্রীলঙ্কা, চার নম্বরে ইংল্যান্ড, পাঁচ নম্বরে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ছয় নম্বরে আফগানিস্তান।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/x5is