ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ন্যাটোকে নিজের চর্কায় তেল দিতে বলল চীন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৪২১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে রাশিয়ার হামলায় চীনের সমর্থন সংঘাতকে আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। একইসঙ্গে, চীনকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইউক্রেন-রাশিয়া সংঘাতকে আরও বাড়িয়ে দেওয়ার অভিযোগকে পরিবর্তনের আহ্বান জানিয়েছে বেইজিং। আজ মঙ্গলবার (১৮ জুন) বেইজিং বলেছে, ন্যাটোর উচিত ‘চীনের ওপর নির্বিচারে মিথ্যারোপের পরিবর্তে আত্মপর্যালোচনা করা’।

ফরাসি বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলছে, ন্যাটো মহাসচিব গতকাল সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেন। যদিও চীন তাদের বিরুদ্ধে অভিযোগকে অস্বীকার করেছে। তারা ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ হিসেবে নিজেদের উপস্থাপন করে। বলছে, চীন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের বিরুদ্ধে গিয়ে রাশিয়াকে প্রাণঘাতি কোনো সহায়তা পাঠাচ্ছে না।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন আক্রমণকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রসারণশীল ন্যাটোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সাজিয়েছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ন্যাটোকে দোষারোপ করা ও বিরোধ বপন করা বন্ধ করার পরামর্শ দিচ্ছি। আগুনে ঘি ঢালা বন্ধ রেখে বরং সংকট থেকে উত্তরে রাজনৈতিক নিষ্পত্তির জন্য বাস্তবসম্মত কিছু করার পরামর্শ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ন্যাটোকে নিজের চর্কায় তেল দিতে বলল চীন

আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

ইউক্রেনে রাশিয়ার হামলায় চীনের সমর্থন সংঘাতকে আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। একইসঙ্গে, চীনকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইউক্রেন-রাশিয়া সংঘাতকে আরও বাড়িয়ে দেওয়ার অভিযোগকে পরিবর্তনের আহ্বান জানিয়েছে বেইজিং। আজ মঙ্গলবার (১৮ জুন) বেইজিং বলেছে, ন্যাটোর উচিত ‘চীনের ওপর নির্বিচারে মিথ্যারোপের পরিবর্তে আত্মপর্যালোচনা করা’।

ফরাসি বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলছে, ন্যাটো মহাসচিব গতকাল সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেন। যদিও চীন তাদের বিরুদ্ধে অভিযোগকে অস্বীকার করেছে। তারা ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ হিসেবে নিজেদের উপস্থাপন করে। বলছে, চীন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের বিরুদ্ধে গিয়ে রাশিয়াকে প্রাণঘাতি কোনো সহায়তা পাঠাচ্ছে না।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন আক্রমণকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রসারণশীল ন্যাটোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সাজিয়েছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ন্যাটোকে দোষারোপ করা ও বিরোধ বপন করা বন্ধ করার পরামর্শ দিচ্ছি। আগুনে ঘি ঢালা বন্ধ রেখে বরং সংকট থেকে উত্তরে রাজনৈতিক নিষ্পত্তির জন্য বাস্তবসম্মত কিছু করার পরামর্শ দিচ্ছি।