ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নবাগত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচছা দিলেন সুনামগঞ্জের এসপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ //
সুনামগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় (ডিসেম্বর-২০২২ ইং) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ সংক্রান্তে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েয়ে।  সোমবার বিকেলে (১লা মে) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ২০৪১ সালের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। তিনি চুড়ান্তভাবে মনোনিত প্রার্থীদের শুভকামনা জনান এবং নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণকারী সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
এ সময় ১২০ টাকায় পুলিশের চাকরির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় একাধিক প্রার্থী আবেগাপ্লুত হয়ে নিজেদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। অপরদিকে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত পুলিশ সদস্যগণ
এর আগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল  শুভেচ্ছা জানিয়ে পুলিশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার আহবান জানান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, আরওআই সাজ্জাদুর রহমান, আরআই মো. সুজাত আলীসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ এবং প্রিন্টি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা হতে টিআরসি নিয়োগ পরীক্ষায় ৪৩৩৬ জন প্রার্থী আবেদন করে। প্রাথমিক বাছাইয়ের পর ৩৩৯২ জন মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করে। মাঠ পরীক্ষা সফলভাবে সম্পন্নকারী ৮২৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা ও মেডিকেল টেস্ট সম্পন্ন করে প্রাথমিকভাবে ১২ জন নারী এবং ৭৬ জন পুরুষ মোট ৮৮ জন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ সফলভাবে সম্পন্ন করায় চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগের নিমিত্তে ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনিত করা হয়েছে। আগামী ০৩/০৫/২০২৩ খ্রি. থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এর ৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

নবাগত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচছা দিলেন সুনামগঞ্জের এসপি

আপডেট সময় : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
// রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ //
সুনামগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় (ডিসেম্বর-২০২২ ইং) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ সংক্রান্তে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েয়ে।  সোমবার বিকেলে (১লা মে) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ২০৪১ সালের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। তিনি চুড়ান্তভাবে মনোনিত প্রার্থীদের শুভকামনা জনান এবং নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণকারী সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
এ সময় ১২০ টাকায় পুলিশের চাকরির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় একাধিক প্রার্থী আবেগাপ্লুত হয়ে নিজেদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। অপরদিকে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত পুলিশ সদস্যগণ
এর আগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল  শুভেচ্ছা জানিয়ে পুলিশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার আহবান জানান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, আরওআই সাজ্জাদুর রহমান, আরআই মো. সুজাত আলীসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ এবং প্রিন্টি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা হতে টিআরসি নিয়োগ পরীক্ষায় ৪৩৩৬ জন প্রার্থী আবেদন করে। প্রাথমিক বাছাইয়ের পর ৩৩৯২ জন মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করে। মাঠ পরীক্ষা সফলভাবে সম্পন্নকারী ৮২৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা ও মেডিকেল টেস্ট সম্পন্ন করে প্রাথমিকভাবে ১২ জন নারী এবং ৭৬ জন পুরুষ মোট ৮৮ জন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ সফলভাবে সম্পন্ন করায় চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগের নিমিত্তে ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনিত করা হয়েছে। আগামী ০৩/০৫/২০২৩ খ্রি. থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এর ৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।
বা/খ: এসআর।