ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। এ গ্রুপ থেকে সবকটি ম্যাচে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে রেকর্ড সর্বোচ্চ ছয়বারের যুব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালার বিপক্ষে জয় ৩-০ গোলের, তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা ১০ গোল করে খেয়েছে ১টি গোল।

৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ এ থেকে আর্জেন্টিনা এবং ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে উজবেকিস্তান শেষ ষোলো নিশ্চিত করেছে। ফুটবলপ্রেমিদের সবার আগ্রহে শেষ ষোলোতে কারা হয়েছে আলবিসেলেস্তে জুনিয়রদের প্রতিপক্ষ।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাইজেরিয়াকে। ম্যাচটি আগামী ১ জুন এস্তাদিও সান জুয়ান ডেল বিচেন্তানিরিওতে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়া গ্রুপ ডি থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।

নিউজটি শেয়ার করুন

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। এ গ্রুপ থেকে সবকটি ম্যাচে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে রেকর্ড সর্বোচ্চ ছয়বারের যুব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালার বিপক্ষে জয় ৩-০ গোলের, তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা ১০ গোল করে খেয়েছে ১টি গোল।

৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ এ থেকে আর্জেন্টিনা এবং ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে উজবেকিস্তান শেষ ষোলো নিশ্চিত করেছে। ফুটবলপ্রেমিদের সবার আগ্রহে শেষ ষোলোতে কারা হয়েছে আলবিসেলেস্তে জুনিয়রদের প্রতিপক্ষ।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাইজেরিয়াকে। ম্যাচটি আগামী ১ জুন এস্তাদিও সান জুয়ান ডেল বিচেন্তানিরিওতে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়া গ্রুপ ডি থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।